এইদিন ওয়েবডেস্ক,অযোধ্যা(উত্তরপ্রদেশ),১৬ ডিসেম্বর : উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের নির্মাণাধীন এলাকায় চটুল গানের তালে নেচে বরখাস্ত হলেন ৪ মহিলা পুলিশ কনস্টেবল । সম্প্রতি ওই নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ভিডিওতে দেখা গেছে দুই কনস্টেবল বসে আছেন । তাঁদের সামনে প্যান্ট শার্ট পরিহিতা অন্য এক মহিলা কনস্টেবল দাঁড়িয়ে আছে । তাঁরা ভোজপুরি গান শুনছিলেন । সেই গানের তালে নাচতে দেখা যায় দাঁড়িয়ে থাকা মহিলা কনস্টেবলকে । বাকিদের বসে বসে নাচতে ও তাঁকে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা গেছে । সম্ভবত চতুর্থজন ওই ভিডিওটি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করছিলেন ।
এদিকে এই ভিডিও সামনে আসতেই তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এলাকায় । নড়েচড়ে বসে পুলিশ । তারপরেই শুক্রবার চার মহিলা কনস্টেবলের কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ । অযোধ্যার অতিরিক্ত এসপি পঙ্কজ পান্ডের দায়ের করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সিনিয়র সুপারিনটেনডেন্ট মুনিরাজ কনস্টেবল কবিতা প্যাটেল, কামিনী কুশওয়াহা, কাশিশ সাহনি এবং সন্ধ্যা সিংকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সুত্রে খবর ।।