আমিরুল ইসলাম,ভাতাড়,২১ ফেব্রুয়ারী : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাটআউটে ওপর গোবর লেপে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার আমারুন গ্রামে । আমারুন গ্রামে বিজেপির কার্যালয়ের সামনেই লাগানো রয়েছে ওই কাটআউটটি । তৃণমূলের লোকজনই এই কাজ করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব । বিজেপির পক্ষ থেকে এনিয়ে রবিবার ভাতার থানায় অভিযোগ জানানো হয়েছে । যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
আমারুন গ্রামে দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার একটি কাটআউট লাগিয়েছে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা । এদিন সকালে বিজেপি কর্মীদের নজরে পড়ে প্রায় ১২ ফুট উচ্চতার ওই কাটআউটের বেশ কিছুটা অংশ জুড়ে গোবর লেপা রয়েছে । এদিন এই ঘটনা নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা । ক্ষিপ্ত বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষনের জন্য বিক্ষোভ প্রদর্শন করে ।
ভাতার ব্লকে বিজেপির ৩৪ নম্বর জেডপি মন্ডলের সহ সভাপতি বাপ্পা মুখোপাধ্যায়ের অভিযোগ,” আমারুন-১ পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্যের ইন্ধনে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই কাজ করেছে । এনিয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছে । অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি ।’
অন্যদিকে দীপক ভট্টাচার্যের দাবি, ‘প্রচারের আলোয় আসতে বিজেপির লোকজন নিজেরাই নিজেদের কাটআউটে গোবর লেপে দিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে ।’।