দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : সম্প্রতি সন্তান প্রসব করেছিল দুই পথ কুকুর । নাদুস নুদুস চেহারার কুকুর শাবকগুলিকে দেখে লোভ সামলাতে পারেননি স্থানীয় বাসিন্দারা ৷ আর তাতেই বিপত্তি দেখা দিয়েছে । কারন সদ্যজাত সন্তানদের হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে দুই মা কুকুর । নাগালের মধ্যে কোনো মানুষকে পেলেই ছুটে গিয়ে কামড় বসিয়ে দিচ্ছে ৷ যে কারনে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা । বৃহস্পতিবার পর্যন্ত ওই দুই পথ কুকুরের কামড়ে দুই শিশুসহ জখম হয়েছে ১০ জন । আক্রান্তদের মধ্যে দু’জন বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,কুকুর দুটির মধ্যে একটির রং খয়েরি এবং অন্যটি কালো রঙের । সম্প্রতি তারা শাবক প্রসব করেছিল । কিন্তু বাড়িতে পোষার জন্য একটি একটি করে সব কুকুরগুলিকে নিয়ে পালিয়ে যায় আশপাশের লোকজন । এদিকে সন্তানদের খোঁজে কাটোয়া শহরের বাগানেপাড়া, সরাইপাড়া,হরিসভাপাড়া, ঝাউতলা গলি, থানা রোড এলাকা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে দুই কুকুর মা । কিন্তু সন্তানদের না পেয়ে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় বসিয়ে দিচ্ছে । বুধবার থেকে কাটোয়া শহরের ওই সমস্ত এলাকায় ওই দুই পথ কুকুর কার্যত ত্রাসের সৃষ্টি করেছে ।
জানা গেছে,দুই কুকুরের কামড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাগানেপাড়া উমেরুদ্দিন শেখ(৪) এবং কাছারিপাড়ার পৌলমী সাহা(৪) নামে দুই শিশু,সরাইপাড়ার বাসিন্দা সাবিরুদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধ,কাছারিপাড়ার বাসিন্দা জয়শ্রী মণ্ডল(৩০) নামে এক গৃহবধু, হরিসভাপাড়ার বাসিন্দা প্রিয়া সামন্ত(১৪) নামে এক স্কুলছাত্রীসহ ১০ জন জখম হয়েছে । কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেছেন, ‘স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা পুরসভায় জানিয়েছেন । পুরসভা থেকে ওই কুকুরদুটি ধরার চেষ্টা চালানো হচ্ছে ।’।