দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : শিক্ষক নিয়োগ দূর্নীতি ও গরু পাচার মামলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল আজ জেলে । বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূলের ব্লক স্তরের নেতাদের দূর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য । এদিকে আবার পঞ্চায়েত নির্বাচন এসে গেছে । তাই দূর্নীতির ‘কলঙ্ক’ ঘোঁচাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব । বুধবার কাটোয়ায় দলের কর্মী সম্মেলনে ‘কড়া দাওয়াই’ দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।
পঞ্চায়েতের সঙ্গে যুক্ত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন,’যারা অযোগ্য অথচ আবাস যোজনার তালিকায় ভুল বশত নাম উঠেছে তাঁরা ঘর নিতে চান না বলে লিখিতভাবে বিডিওকে জানিয়ে দিন । তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।’ পাশাপাশি তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে দলীয় নেতাদের প্রতি অসন্তোষের কারনে নিষ্ক্রিয় হয়ে থাকা কর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগী হওয়ার কথা বলেন এদিন । তবে যারা স্বেচ্ছায় দলত্যাগ করেছেন তাদের জন্য দলে কোনো জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথবাবু ।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার কাটোয়া শহরের সংহতি মঞ্চে কাটোয়া ১ ও ২ ব্লক, কাটোয়া ও দাঁইহাট পুরসভার নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । মুলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েই এদিন আলোচনা হয় । এলাকার বাসিন্দাদের মধ্যে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে প্রতিটা বুথে গিয়ে চাটাই বৈঠক করার পরামর্শ দেন জেলা সভাপতি ৷ এখন দেখার একের পর এক দূর্নীতির অভিযোগে জেরবার তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ‘ভোকাল টনিক’-এর উপর কতটা আস্থা রাখেন ভোটাররা ।।