দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : কেরলে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক যুবকের । নিহতের নাম সাদেক শেখ(৩০) ওরফে কালাম । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পাণ্ডুক গ্রামে তাঁর বাড়ি । কেরলের কালাকট থানা এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন তিনি । পরিবার সুত্রে জানা গেছে, সেখানে একটি ঘরে কয়েকজনের সঙ্গে থাকতেন সাদেক । রবিবার সন্ধ্যায় ঘর থেকে বেড়িয়ে বাজারে গিয়েছিল তিনি । সোমবার সকালে রাস্তা থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহতের দাদা নাজিমুদ্দিন শেখ বলেন,’সাদেকের মোবাইল ফোনে একবার যোগাযোগ করি আমি । একজন পুলিশকর্মী ফোনটা রিসিভ করেন । তিনি প্রথমে বলেন ভাই হাসপাতালে ভর্তি আছে । মাথায় আঘাত রয়েছে । ওই পুলিশকর্মী আমাকে আরও বলেন,আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রয়োজন হলে ফোন করবো ।’ তিনি বলেন,’পুলিশের সঙ্গে কথা হওয়ার পর আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে ভাইয়ের একটি ছবি পাই । ছবিতে দেখি চারটে বড় পাথরের নিচে চাপা পড়ে রয়েছে আমার ভাই । মুখের কাছে রক্তে ভেসে গেছে । ছবি দেখার পর থেকে আমাদের মনে হচ্ছে ভাইকে খুন করা হয়েছে । আমরা চাই মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক ।’
জানা গেছে,নিহত সাদেক শেখ অবিবাহিত ছিলেন । তাঁরা দুই ভাই, তিন বোন। তিন দিদির বিয়ে হয়ে গিয়েছে । তাঁদের বাবা নাজমে আলম শেখ বছর সতেরো আগে মারা গেছেন । বাবার মৃত্যুর কয়েক বছর পর প্রথমে মুম্বাইয়ে কাজ করতে চলে যান সাদেক । বছর চারেক আগে কেরলের কালাকট থানা এলাকায় চলে আসেন । সেখানে নাজিমুদ্দিনদের পরিচিত কয়েকজন কাজ করেন । সোমবার তাদের মাধ্যমেই ভাইয়ের মৃত্যু সংবাদ পান তিনি । দেহটি ময়নাতদন্তের পর বুধবার গ্রামে এনে কবরস্থ করা হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।