এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৪ ডিসেম্বর : বিদ্রোহী সন্দেহে এক যুবককে হেফাজতে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে মারলো তালিবানরা । শের আহমাদ শিরজাদ (Sher Ahmad Shirzad) নামে ওই যুবকের বাড়ি আন্দারাব (Andarab) জেলার বাঘলানে (Baghlan) । ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) কে সহায়তা করার অভিযোগে সোমবার (১২ ডিসেম্বর) রাতে কাবুল থেকে তাঁকে গ্রেফতার করে তালিবানের জঙ্গিরা । তারপর রাতভর অমানবিক নির্যাতন চলে ওই যুবকের উপর । শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর ।
জানা গেছে,নির্যাতন চালানোর পর যুবককে অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর মৃতের পরিবারকে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার জন্য বলা হয় । উল্লেখ্য, দিন তিনেক আগে আন্দারাব জেলার দুই এনআরএফ সদস্য তালেবানদের হাতে নিহত হয়েছিল । এছাড়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল । এযাবৎ গ্রেফতার হওয়া এনআরএফ সদস্যদের কোনো হদিশ পাওয়া যায়নি । স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা শের আহমাদ শিরজাদের মতই তাদেরও পিটিয়ে মারার পর লাশ পাচার করে দিয়েছে তালিবানরা ।।