এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৩ ডিসেম্বর : ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর সাথে শত্রুতা’ নামক অপরাধে বিগত ৫ দিনের ব্যবধানে তরুণ মোহসেন শেখারি এবং ২২ বছরের কুস্তিগীর মাজিদ রেজা রাহনাভার্ডকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান । এবার একই অপরাধে ফাঁসির সাজা ভোগ করতে চলেছেন কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ডিফেন্ডার আমির নাসর-আজাদানি । তাঁর বিরুদ্ধে অভিযোগ,মাহাসা আমিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন জনতা-সেনা সংঘর্ষে যে ৩ তিনজন সেনাকর্মী নিহত হয়েছিল তাতে ভূমিকা ছিল আমিরের । ইরান সরকারের দাবি ওই ঘটনায় আমিরের প্রত্যক্ষ যোগের প্রমান পাওয়া গেছে । যদিও বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দাবি শ্লোগান দেওয়া ছাড়া আমির নাসর-আজাদানির কোনো ভূমিকা ছিল না ।
বর্তমানে কাতারে রয়েছেন আমির নাসর-আজাদানি । কিন্তু তিনি সাজার কথা শোনার পরেও অন্য কোনো দেশে আশ্রয় নিতে পারবেন না । কারন তিনি কোথাও পালিয়ে গেলে তাঁর পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালাবে ইরান সরকার । এমনকি পরিবারের কোনো এক সদস্যকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার সম্ভাবনা রয়েছে । ফলে নিশ্চিত মৃত্যু জেনেও দেশে ফিরতে বাধ্য আমির এবং দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে ইরান সরকার ।
এদিকে আমির নাসর-আজাদানির মৃত্যদণ্ডাদেশের বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে পেশাদার ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো (FIFPRO) । সংগঠনের টুইটারে লেখা হয়েছে, ‘পেশাদার ফুটবলার আমির নাসর আজাদানি তার দেশে নারীর অধিকার এবং মৌলিক স্বাধীনতার জন্য প্রচারণা চালানোর পরে ইরানে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার খবরে ফিফপ্রো হতবাক এবং বিরক্ত। আমরা আমিরের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে তার শাস্তি বাতিল করার আহ্বান জানাচ্ছি।’