এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৩ ডিসেম্বর : সোমবার কাবুলের শাহর-ই-নাও এলাকায় চীনা নাগরিকদের একটি গেস্ট হাউসে হামলা চালায় দুই আত্মঘাতী সন্ত্রাসবাদী । হামলায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয় । যদিও ওই হামলায় কোনো বিদেশী আহত হয়নি বলে দাবি করেছিল তালিবান । কিন্তু চীন জানিয়েছে তাদের ৫ জন নাগরিক আহত হয়েছে । ঘটনার পর চীনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া না হলেও মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে নিজের দেশের সমস্ত নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তান ছেড়ে যেতে বলেছে ।
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এদিন একটি সাংবাদিক সম্মেলনে বলেন,’কাবুলে গতকালের হামলায় ৫ জন চীনা নাগরিক আহত হয়েছেন ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,সোমবারের
হামলার দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দেওয়ার পাশাপাশি আফগানিস্তানে থাকা চীনা নাগরিক ও চীনা সংস্থাগুলির নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে । জানা গেছে,সোমবার চীনা গেস্ট হাউসে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের খোরাসান শাখা ।।