এইদিন ওয়েবডেস্ক,তাইপেই সিটি,১৩ ডিসেম্বর : শি জিংপিং ফের ক্ষমতায় আসতেই প্রতিবেশী দেশগুলির সাথে যুদ্ধের আবহ সৃষ্টি করছে চীন ৷ গত শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে এলএসির কাছে প্রায় শ’দুয়েক পিএলএ সৈন্য স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে ভারতীয় সৈন্যদের বাধার মুখে পড়ে । দু’দেশের সেনার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে । ভারতের ৬ জন এবং চীনের ২০ জন জন সেনা আহত হয়েছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে । তার জের মিটতে না মিটতেই এবার তাইওয়ানকে রক্তচক্ষু দেখালো বেইজিং ।
আজ মঙ্গলবার তাইপেই অভিযোগ করেছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮ টি পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু বিমান পাঠিয়েছে চীন । মঙ্গলবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,বিগত ২৪ ঘণ্টায় পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ১৮ টি যুদ্ধবিমান দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজে) প্রবেশ করেছে। তার মধ্যে ছিল চীনের এইচ-৬ বোমারু বিমানও ৷ ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে এটিই তাইওয়ানে সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা বলে মনে করা হচ্ছে ।
সাম্প্রতিক মাসগুলো ছাড়া গত অক্টোবরে তাইওয়ানের আকাশসীমায় সর্বোচ্চ সংখ্যক এইচ-৬ বিমান পাঠিয়েছিল চীন। সেসময় এই সংখ্যা ছিল ১৬টি। কিন্তু গত মাসে চীন তাইওয়ানের আকাশ সীমায় ২১টি বোমারু বিমান পাঠিয়েছিল। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে ২৩টিতে । পাশাপাশি গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য, পানীয়, অ্যালকোহল এবং মৎস্যজাত পণ্যের ওপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে চীন । তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বেইজিংকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন এবং দ্বীপের বিরুদ্ধে ‘বৈষম্য’ করার অভিযোগ তুলেছেন ।
প্রসঙ্গত,প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত বিবাদ দীর্ঘ দিন ধরে জিইয়ে রেখেছে চীন । বিশেষ করে তাইওয়ানকে নিজেদের দেশের অংশ বলে মনে করে বেইজিং । ইতিমধ্যেই এই দ্বীপ রাষ্ট্রটিকে তারা দখল করার হুমকিও দিয়ে রেখেছে । তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে সাই ইং-ওয়েনের নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বীপটির চারপাশে সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়েছে কমিউনিস্ট শাসিত দেশটি ।।