এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ডিসেম্বর : ‘ডিসেম্বর ধামাকা’ মন্তব্যের পর থেকেই ঘরে বাইরে কটাক্ষের শিকার হতে হচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । রবিবার সন্ধ্যায় হাজরা মোড়ের জনসভায় দু’পক্ষকেই কড়া ভাষায় জবাব দিলেন তিনি । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে শুভেন্দু বলেন,’কয়লা কেলেঙ্কারির ২৪০০ কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকা বাবু সোনা খেয়ে নিয়েছে । একাই হজম করেছে । ইডি তদন্ত করছিল । তদন্ত বাধা দিতে আদালতে গিয়েছিল । কেন ফেস করেন না ? সেই তারিখ আজকে ছিল । কোনো কারনে সেটা ১৩ জানুয়ারী করা হয়েছে ।’ তারপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,’কিন্তু লিখে রাখুন,পশ্চিমবঙ্গের বড় ডাকাত,ধেড়ে ইঁদূর জেলের ভিতরে যাবেই যাবে । শুধু সময়ের অপেক্ষা । ১২ ডিসেম্বর টা ১৩ জানুয়ারী হতে পারে । ১৪ ফেব্রুয়ারী হবে না । একথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা হিসাবে এত মানুষকে স্বাক্ষী রেখে বলে গেলাম ।’
পাশাপাশি নাম না নিয়ে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলিপ ঘোষকেও খোঁচা দেন শুভেন্দু । তিনি বলেন,’আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা । আমি গিমিক পছন্দ করি না । আমি সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়াতে স্টেটমেন্ট করিনা । আমি যা বলি ভেবে বলি । সিপিএমের সূর্য যখন মধ্য গগনে আমি লক্ষণ সেট কে হারিয়েছি । তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি । আমি যা বলি ভেবে বলি, যা বলি করে দেখাই ।’
‘ডিসেম্বর ধামাকা’র বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আমি তিনটে তারিখ বলেছিলাম- ১২,১৪ ও ২১ । কেন বলেছিলাম ? সরকার পরিবর্তন হবে একথা আমি বলিনি । তোলামুল ভাঙিয়ে সরকার গড়ব এটা আমরা চাই না । সওকত মোল্লাদের মত জিহাদিদের নিয়ে সরকার তৈরি করতে আমরা চাই না ।’ ১২ তারিখে কয়লা কেলেঙ্গারি মামলা আর ১৪ তারিখে ডিএ মামলার নিষ্পত্তি হতে পারে অনুমান করেই ‘ডিসেম্বর ধামাকা’র প্রসঙ্গ উত্থাপন করেছিলেন বলে বুঝিয়ে দেন শুভেন্দু ।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন,’আপনি আর আপনার পিসিমা কোথায় পালিয়েছেন ? ল্যাজ গুটিয়ে পালিয়েছেন না বোরখা পড়ে পালিয়েছেন ?’ এদিন শুভেন্দু ফের শুনিয়ে দেন,২৪ সালের নির্বাচনের আগে সি এএ কার্যকর হবে ।
অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের উদ্দেশ্যে বলেন,’যারা পা চাটার কাজ করছেন তারা মাথায় অশোক স্তম্ভ সরিয়ে রাখুন ৷’ পাশাপাশি তিনি রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে বলেন,’সবকা দিন আয়েগা । যারা হটুগঞ্জে আমাদের কর্মীদের মেরেছেন,যারা আমার গাড়ি ঘিরে ধরে আমার কর্মীদের গাড়ি ভেঙেছেন, তাদের সবাইকে এক লাইনে প্যারেড করাবো । কাউকে ছাড়া হবে না ।’।