এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ ডিসেম্বর :সোমবার মধ্য কাবুলের একটি হোটেলে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । হোটেলটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা । বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে । হামলার ঘটনার পর কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল টুইট করে জানিয়েছে,এখন পর্যন্ত ২১ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে । আহতদের মধ্যে ৩ জন হাসপাতালে আনার সময়েই মারা যায় । এদিকে হামলার পর ওই এলাকায় গুলিবর্ষণ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে ।
তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করেছেন,’বুর্জ শাহরানু গলিতে “কাবুল হোটেল” ভবনে হামলা হয়েছে । হোটেলের সমস্ত অতিথিকে উদ্ধার করা হয়েছে । তবে বিদেশী অতিথিদের কেউ নিহত হয়নি ।’ তিনি আরও বলেছেন,’অবশ্যই, দুই বিদেশী যারা হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়েছিল তারা আহত হয়েছে ।’ প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকজন চীনা নাগরিকরা এই হোটেলে এসে উঠেছিলেন । যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে কাবুলের চীনা দূতাবাস ।
প্রসঙ্গত,সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট দায় স্বীকার করেছে । গত বছর(২০২১) আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনী প্রত্যাহারের পর ক্ষমতা দখল করেছে কট্টর ইসলামপন্থী তালিবানরা ৷ তালিবান কর্তৃপক্ষ বলেছে, তারা আফগানিস্তানকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে ।।