এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১২ ডিসেম্বর : দক্ষিণ ২৪পরগনার বারুইপুর থানার বেতবেড়িয়া অঞ্চলে রাধা মদনমোহন সেবা আশ্রমের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় শ্রদ্ধালুদের উপর হামলার অভিযোগ উঠল । হামলায় একজন শ্রদ্ধালুর মাথা ফেটে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । এদিকে ধর্মীয় অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি তাঁর ফেসবুক পেজে আহত ব্যক্তি ও রথের ছবি পোস্ট করে লিখেছেন,’গীতা জয়ন্তী উপলক্ষ্যে দক্ষিণ ২৪পরগনার বারুইপুর থানার বেতবেড়িয়া অঞ্চলে, রাধা মদনমোহন সেবা আশ্রমের মাঠে ১০দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ দিনে রথ পরিক্রমার আয়োজন করা হয় এবং কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। গত প্রায় ২০ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এবছর গতকাল (১১/১২/২২) ঘোলা এলাকায় রথ পরিক্রমার সময়ে কিছু দুষ্কৃতকারী বাধা দান করে। প্রতিবাদ জানালে সশস্ত্র অবস্থায় সনাতনীদের উপর তারা আক্রমণ করে। বেশ কিছু নিরীহ সনাতনী ভক্ত এই হামলায় আহত হয়েছেন। কয়েক জনের আঘাত গুরুতর। সুমন নস্কর নামক এক যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার মাথা ফেটেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় এলাকার সনাতন ধর্মের মানুষেরা পথ অবরোধ করতে চাইলে তাদের পুলিশ লাঠিচার্জ করে হঠিয়ে দেয় ।’
পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন । তিনি লিখেছেন,’পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কি এতোটাই অধঃপতন ঘটেছে যে সনাতনীরা তাদের ধর্মীয় আচার মেনে একটি রথ যাত্রাও সুষ্ঠুভাবে করতে পারবেন না? নিরীহ সনাতনী ভক্তদের উপর দুষ্কৃতীদের এই সশস্ত্র আক্রমণের তীব্র প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে দুষ্কৃতকারীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।’।