এইদিন ওয়েবডেস্ক,দামাস্কাস,১২ ডিসেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) রাতভর অভিযান চালিয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের দুই কুখ্যাত সন্ত্রাসবাদীকে খতম করল । সেন্টকম একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘রবিবার ভোর ২.৫৭ নাগাদ পূর্ব সিরিয়ায় একটি সফল হেলিকপ্টার অভিযান পরিচালনা করা হয়েছে । দুই আইএসআইএস কর্মকর্তাকে নিকেশ করা হয়েছে ।’ বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজনকে “আনাস” হিসেবে চিহ্নিত করা হয়েছে । সে একজন আইএস সিরিয়া প্রদেশের কর্মকর্তা,পূর্ব সিরিয়ায় ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সহায়তামূলক কার্যক্রমে জড়িত ছিল ।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার পর্যবেক্ষক জানিয়েছে যে এটি কমপক্ষে তিন সপ্তাহের মধ্যে “সবচেয়ে বিশিষ্ট” আইএস-বিরোধী অভিযান ছিল । অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেছেন, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সন্ত্রাসবিরোধী ইউনিটও রবিবারের অভিযানে অংশ নিয়েছিল, পূর্ব দেইর ইজোর(Deir Ezzor) প্রদেশের আল-জোর (Al-Zor) গ্রামে এই অভিযান চালানো হয় বলে তিনি জানান ।
সেন্টকম বলেছে,’দুই সন্ত্রাসবাদীর মৃত্যুতে এই সন্ত্রাসবাদী সংগঠনের মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনাকে ব্যাহত করবে ।’ সংস্থাটি আরও জানিয়েছে, অভিযানটি সুপরিকল্পিত এবং একতরফা মার্কিন অভিযান । যে কারনে কোনো সাধারণ মানুষ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি । বিভাগটি জোর দিয়েছে যে স্থানীয় বাহিনীর সহায়তায় আইএসআইএসকে পরাজিত করার অভিযানে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ । প্রায় দুই সপ্তাহ আগে, ইসলামিক স্টেট (আইএসআইএস) ঘোষণা করেছিল যে এই নেটওয়ার্কের নেতা আবুল হাসান আল-হাশেমি আল-কোরাশি একটি যুদ্ধে নিহত হয়েছেন। একটি অডিও বার্তায়, আইএসআইএস এর মুখপাত্র তার স্থলাভিষিক্ত পরিচয় দেন এবং আবুল হোসেন আল-হুসাইনি আল-কুরাইশিকে এই গোষ্ঠীর নতুন নেতা হিসেবে নামকরণ করেন ।।