এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,১১ ডিসেম্বর : রবিবার কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এবং বেলুচিস্তানের চমনের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট তৈরি করাকে কেন্দ্র করে ব্যপক সংঘর্ষ শুরু হয়েছে তালিবান এবং পাকিস্তানি সেনার মধ্যে । সংঘর্ষের ফলে কমপক্ষে ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে । হতাহতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক বলে জানা গেছে ।
আফগানিস্তানের সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এদিন দুপুরে তালিবান যোদ্ধারা আফগানিস্তান ও পাকিস্তানকে আলাদা করে ডুরান্ড লাইনের কাছে একটি নতুন নিরাপত্তা ফাঁড়ি তৈরি করার কাজ শুরু করলে পাকিস্তানি বাহিনী বাধা দেয় । কিন্তু তালিবান তাদের নিষেধ উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকলে দুপুর প্রায় ১২ টা নাগাদ পাকিস্থানের পক্ষ থেকে প্রথমে গুলি চালানো হয় । তালিবানরা পালটা গুলি চালাতে শুরু করলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । প্রথম সংঘর্ষ থামার পর বেলা ৩ টা নাগাদ উভয় পক্ষের মধ্যে ফের আর এক দফা সংঘর্ষ শুরু হয় । চলে বিকাল ৫টা পর্যন্ত । এখনও মাজল গলি, কাফতান কালা এবং শিরওয়াবা এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে । এই সংঘর্ষে ৩৬ জন সাধারণ মানুষ হতাহত হওয়া ছাড়াও যুদ্ধে জড়িত উভয় পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর হতাহত হয়েছে বলে খবর ।
উল্লেখ্য,এর আগেও স্পিনবোল্ডাক ক্রসিংয়ে তালিবান ও পাকিস্তানি সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল । গত মাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারনে এক সপ্তাহের জন্য প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যায় । এদিনের সংঘর্ষের জেরে স্পিনবোল্ডক- চমন গেট প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ থাকে । যদিও আবার খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।