এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),১১ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আবর্জনা’ বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম-১ ব্লকে কর্মী সম্মেলন করেন তিনি । দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন,’বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার,দেশমাতৃকার প্রতি আমাদের অঙ্গীকার আমরা তখনই রক্ষা করতে পারবো যখন পিসি-ভাইপো নামক আবর্জনার হাত থেকে মুক্ত করতে পারবো । সেদিনই আমাদের প্রকৃত জয় হবে।’
সম্প্রতি কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন । সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,’তোলাবাজ ভাইপো এসেছিল আমার বাড়ির পাশে । আগে লোক বলতো কলকাতা চলো,দিল্লি চলো । এখন পিসি-ভাইপো বলে কাঁথি চলো । রাজধানী হয়ে গেছে ।’ তিনি বলেন,’কাঁথিতে একঝুড়ি লোক নিয়ে ওরা মিটিং করেছে । আমি সাতটা বিধানসভা নিয়ে কাঁথিতে হাফ লাখ লোকের মিটিং করবো । হাইকোর্ট অনুমতি দিয়েছে । ২১ তারিখে যারা পারবেন যাবেন ।’
পাশাপাশি তিনি জানিয়ে দেন,’আগামী কাল চোরেদের মহারানী মমতা বন্দ্যোপাধ্যায় আর তোলাবাজ ভাইপোর বাড়ির কাছে হাজরা মোড়ে আমার আর সুকান্ত মজুমদারের সভা আছে,’চোর ধরো,জেল ভরো’ । তবে আপনাদের যাওয়ার দরকার নেই । টিভিতে আর ফেসবুক লাইভে দেখবেন । এমনিতেই ওখানে আমরা ১০ হাজার লোক করে দেবো ।’
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত বির্বাচনে নন্দীগ্রামে কি ফলাফল হবে এদিন তার পূর্বাভাসও করে দেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’১৭ টা জিপি আছে । ১২ টা জিপিতে আমাদের প্রধান হবে । বাকি ৫ টাতেও প্রধান কে হবে তা বিজেপির সদস্যরা ঠিক করে দেবে । আমরা ঠিক করবো প্রধান কে হবে । আর ১২ টাতে সরাসরি পদ্মের প্রধান হবে । ২ টো পঞ্চায়েত সমিতি আমরা পাবো । ৫ টা জেডপির মধ্যে ৩ টে সুনিশ্চিত । আর বাকি দুটোয় আমরা যেদিকে ইসারা করবো সেই দিক জিতবে ।’ এরপর তিনি বলেন,’নন্দীগ্রামে আমার শিকড় অনেক গভীরে । একে উপরে ফেলা অত সহজ নয় । এটা পিসিভাইপোর জেনে রাখা দরকার ।’
এদিন কয়েকজনকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা যায় । শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সভামঞ্চে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বিজেপির স্থানীয় নেতৃত্ব । শেষে পঞ্চায়েত নির্বাচনে এলাকার দলের বুথ কমিটিগুলি শক্তিশালী করে গড়ে তোলার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’পঞ্চায়েতে আপনাদের শুভেন্দু গাড়ি ছেড়ে টোটো আর বাইকে চড়ে সব বুথে যাবে ।’।