এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১১ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের ২০ জন রাজনৈতিক নেতার নিরাপত্তা প্রত্যাহার করেছে প্রশাসন । নিরাপত্তা কর্মীসহ তাদের এসকর্ট সুবিধাও প্রত্যাহার করা হয়েছে । তালিকায় ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি নেতাদের নামই বেশি । উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর জামাতা তথা ভারতের জেএন্ডকে সফটওয়্যার টেকনোলজি পার্কের ডিরেক্টর মোহাম্মদ অসীম খান । এই সমস্ত নেতারা দীর্ঘদিন ধরে সিআরপিএফ এবং এসএসবি দ্বারা সুরক্ষা পেয়ে আসছিলেন ।
জানা গেছে,কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন ২০০০ সালে প্রতিষ্ঠিত অভিজাত এসএসজি (SSG) ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল । গত বছরের ৩১ মার্চ কেন্দ্র এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে । পরে জম্মু ও কাশ্মীর পূর্বের স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট সংশোধন করে । শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁদের পরিবারের এসএসজি নিরাপত্তার বিধান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পর্যালোচনা সমন্বয় কমিটি । এরপর গত জানুয়ারিতে ফারুক আবদুল্লাহসহ ৪ মুখ্যমন্ত্রী ও গুলাম নবী আজাদের নিরাপত্তা কমানো হয় ।
অনান্য যে সমস্ত নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন-প্রাক্তন ন্যাশনাল কনফারেন্স বিধায়ক পীর আফাক আহমেদ, আলি মহম্মদ দার, গোলাম নবী ভাট, মীর সাইফুল্লাহ, মোহাম্মদ রমজান, মোবারক, আলি মহম্মদ সাগর, কায়সার আহমেদ লোন, পীরজাদা গোলাম আহমেদ শাহ, জিএস ওবেরয় ন্যাশনাল কনফারেন্সের কোষাধ্যক্ষ, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। প্রাক্তন সচিব তানভীর সাদিক, প্রাক্তন পিডিপি বিধায়ক মুশতাক আহমেদ শাহ, সারতাজ আহমেদ মাদানি, প্রাক্তন পিডিকে সাংসদ মুজাফফর হুসেন বেগ, বুদগাম ডিসিসি চেয়ারম্যান নাজির আহমেদ খান ।।