এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১১ ডিসেম্বর : মাহাসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের সমর্থন করায় সঙ্গীতশিল্পি বছর তেইশের মোহসেন শেকারিকে (Mohsen Shekari) ফাঁসিতে ঝোলালো ইরান । শেখারির বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর তেহরানের সাত্তার খান স্ট্রিট অবরোধ করার এবং সরকারের আধাসামরিক গোষ্ঠী বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের একজন সদস্যকে ছুরি দিয়ে আক্রমণ করার অভিযোগ আনা হয়েছিল । তাঁকে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’র জন্য দোষী সাব্যস্ত করেছিল ইরানের আদালত । বৃহস্পতিবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।
খবরে বলা হয়েছে,আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল পরিবার । কিন্তু গত ২০ নভেম্বর আদালত মৃত্যুদণ্ডই বহাল রাখে । ফের তারা আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । কিন্তু পরিবারকে অন্ধকারে রেখেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে অভিযোগ ।
এদিকে অসলো-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস কর্তৃপক্ষ মোহসেন শেকারির মামলা পরিচালনার পদ্ধতির সমালোচনা করেছে । সংগঠনটির অভিযোগ, শেখারির “সারা জিজ্ঞাসাবাদ পর্ব এবং আইনি প্রক্রিয়া চলাকালীন তাঁর আইনজীবীর প্রবেশ করতে দিতে অস্বীকার করা হয়েছিল”।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ২২ বছরের কুর্দি তরুনী মাহসা আমিনিকে হিজাব আইন যথাযথ না মানায় পিটিয়ে মেরেছিল ইরানি পুলিশ । তারপর ইরান জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে । বিক্ষোভ দমন করতে নৃশংসতার আশ্রয় নেয় ইরানি নিরাপত্তা বাহিনী ৷ এযাবৎ শত শত মানুষকে হত্যা, আহত ও গ্রেফতার করা হয়েছে । মানবাধিকার গোষ্ঠী এইচআরএএন-এর মতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এযাবৎ কমপক্ষে ৬৮ জন শিশুসহ কমপক্ষে ৪৭৫ জনকে মেরে ফেলেছে ইরানের নিরাপত্তা বাহিনী ৷।