এইদিন ওয়েবডেস্ক,দোহা,১১ ডিসেম্বর : শনিবার রাতে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স । অন্যদিকে পর্তুগালের মুখোমুখি হয়েছিল মরক্কো । আল-বেইট স্টেডিয়ামে ইংল্যান্ড-ফ্রান্সের খেলাটি হয় । ওই খেলায় ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায় ফরাসি ফুটবল দল । ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় ফ্রান্সের অরলিন শোয়ামেনি দলকে প্রথম গোল এনে দেন । ম্যাচের ৫৪ মিনিটের মাথায় ওই গোল শোধ করেন ইংল্যান্ডের হ্যারি কেন । কিন্তু ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের অলিভিয়ার গিরুড।
অন্য খেলায় পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো । মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে । ম্যাচের ৪২তম মিনিটে মরক্কোর হয়ে গোল করেন ইউসেফ নেস্যারি । তারপর আর সেই গোল শোধ করতে পারেনি পর্তুগাল । পর্তুগাল ১১ বার গোলের চেষ্টা করে । যার মধ্যে ৩ টি লক্ষ্যে থাকলেও গোলে রুপান্তরিত হয়নি । পুরো ম্যাচে পর্তুগিজ দলের ৬০ শতাংশ দখল ছিল, তবুও দলটি মরক্কোর রক্ষণ ভেদ করতে পারেনি ।।