দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : বছর তিনেক আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছিল এক কুখ্যাত দুষ্কৃতী । তারপর থেকে এযাবৎ সে ফেরার ছিল । সম্প্রতি এলাকায় ফিরেছিল সে । গোপন সুত্রে খবর পেয়ে ওই দুষ্কৃতীকে ধরতে ওৎ পেতে বসেছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কিন্তু কোনো ভাবে পুলিশের গোপন পরিকল্পনা টের পেয়ে যায় আলম শেখ ওরফে আলমাস শেখ(২৬) নামে ওই দাগি আসামি । তখন সে মোটর সাইকেলে চড়ে ফের পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর মতলব করেছিল । কিন্তু বেপরোয়া গতিতে বাইক চালিয়ে পালাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে আলম। শেষে কাটোয়া থানার পুলিশই তাকে হাসপাতালে ভর্তি করে । মঙ্গলবার রাতে ওই দূর্ঘটনার পর এযাবৎ সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল । শনিবার তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ সুত্রে জানা গেছে, কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা গ্রামে বাড়ি আলম শেখের । মাদক পাচার, চুরি, ছিনতাই সহ একাধিক গুরুতর অভিযোগে কাটোয়াসহ জেলার একাধিক থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। শুধু কাটোয়া থানাতেই আলমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে । ২০১৯ সালে অক্টোবর মাসে মন্তেশ্বর এলাকায় জালনোট সহ পুলিশের হাতে ধরা পড়েছিল আলম। গ্রেফতারির সময় ওই দুষ্কৃতী অসুস্থ থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু ওইবছর ৯ অক্টোবর হাসপাতাল থেকে সে পালিয়ে যায় । তারপর থেকে সে ফেরার ছিল ।
জানা গেছে,মঙ্গলবার ওই দুষ্কৃতী এলাকায় ফিরলে গোপন সুত্র থেকে পুলিশ খবর পেয়ে যায় । খবর পেতেই আলম শেখকে ধরতে উঠেপড়ে লাগে পুলিশ । কিন্তু সে কোনো ভাবে বিষয়টি টের পেয়ে যায় । তারপর সে কাটোয়া বোলপুর রোড ধরে বাইকে চড়ে পালানোর চেষ্টা করছিল । কিন্তু ন’নগরের কাছে দূর্ঘটনার কবলে পড়ে আলম । শেষে ওই দূর্ঘনার কারনেই সে পুলিশের হাতে ধরা পড়ে যায় । ওই কুখ্যাত দুষ্কৃতীর গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক । তিনি জানান,ধৃত দুস্কৃতীর বিরুদ্ধে মাদকপাচার, চুরি, ছিনতাইসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে । দীর্ঘ দিন ধরেই পুলিশ তার সন্ধান চালাচ্ছিল ।।