এইদিন ওয়েবডেস্ক,নাসিক(মহারাষ্ট্র),১০ ডিসেম্বর : শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক এক পথ দূর্ঘটনায় ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে । নিহতদের মধ্যে দু’জন ছাত্রী, দুনজন ছাত্র এবং গাড়ির চালক রয়েছে বলে জানা গেছে । ছাত্রছাত্রীরা প্রত্যেকেই নাসিকের কেটিএইচএম কলেজের পড়ুয়া । নিহতদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে ।
জানা গেছে,শুক্রবার বিকেলে কেটিএইচএম কলেজের ৮ জন পড়ুয়া সাঙ্গামনারে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে একটি গাড়িতে চড়ে নাসিকে ফিরছিলেন । গাড়িটি নাসিক-পুনে জাতীয় সড়ক ধরে আসার সময় বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ সিন্নারের কাছে মোহদারি ঘাটে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । তারপর বিপরীত দিক থেকে আসা আরও দুটি গাড়ির সঙ্গে ছাত্রদের দল বহনকারী গাড়িটির সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই চালকসহ পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়, তিনজন আহত হয় । আহতদের মধ্যে সামনে আসা একটি গাড়ির চালকও রয়েছে ।
ছাত্রদের দল বহনকারী গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়িটি কয়েকবার ডিগবাজি খায় । গাড়ির সমস্ত টায়ার ফেটে যায় । কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । নিহতদের মধ্যে একজন ছাত্র ও একজন ছাত্রীর পরিচয় এখনো জানা যায়নি । আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । দুর্ঘটনার জেরে ওই রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ।।