এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৯ ডিসেম্বর : পাকিস্থানের আশ্রয়ে থাকা কুখ্যাত সন্ত্রাসবাদীদের কালো তালিকাভুক্ত করার যতবার চেষ্টা করেছে ভারত ততবারই ভেটো প্রয়োগ করে তা আটকে দিয়েছে চীন । এখন আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালিবানকে সাহায্য করার কথা শোনা যাচ্ছে চীনের মুখে । চীনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে তার দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানকে সমর্থন অব্যাহত রাখবে । চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন ।’ কাবুলে পাকিস্তানি দূতাবাসে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’চীন সব ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করে এবং দৃঢ়ভাবে তাদের বিরোধিতা করে ।’এদিকে তালিবানরাও আফগানিস্তান ও চীনের সীমান্তে সক্রিয় ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে একটি চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে চীনকে ।
প্রসঙ্গত,চলতি বছরে লস্কর-ই-তৈবা নেতা শাহিদ মাহমুদকে আন্তজার্তিক জঙ্গি ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের সভায় যৌথভাবে প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা। কিন্তু চীনের বাধায় তা সফল হয়নি । পাকিস্তানের আশ্রয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষিদ্ধ করতে এনিয়ে রাষ্ট্রসংঘে চারবার বাধা দিল বেইজিং । এখন তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তালিবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলে আসলে তারা পাকিস্থানের মতই আফগানিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বলে মনে করছে অভিজ্ঞমহল ।।