এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,০৯ ডিসেম্বর : গুজরাটে পাকিস্তানের সীমান্তবর্তী কচ্ছ জেলার ৬ টি বিধানসভা আসনেই জয়লাভ করেছে বিজেপি । উল্লেখযোগ্য বিষয় হল,২০০২ সালের গুজরাট দাঙ্গার শিকার বিলকিস বানোর নির্বাচনী এলাকা থেকেও জিতেছে বিজেপি । গুজরাটের দাহোদ জেলার লিমখেদা বিধানসভার ওই আসনটিতে বিজেপি প্রার্থী শৈলেশ ভাবো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (এএপি) নরেশ বারিয়াকে প্রায় ৪,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন । কংগ্রেস প্রার্থী ৮,০০০ ভোটের সামান্য বেশি পেয়ে তৃতীয় হয়েছে ।
প্রসঙ্গত,গুজরাট দাঙ্গার সময় সালের দাঙ্গার শিকার বিলকিস বানো একসময় লিমখেদার আদিবাসী অধ্যুষিত রন্ধিকপুর গ্রামে থাকতেন । ভোটের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের ক্ষমা প্রত্যাহার করে নেবে । কিন্তু গোটা জেলাতেই একছত্র আধিপত্য বিস্তার করেছে গেরুয়া শিবির । জেলার আবদাসা, ভুজ, রাপার, মান্ডভি, আনজার এবং গান্ধীধাম এই সবকটি বিধানসভা বিজেপির পক্ষে গেছে ।
এদিকে গ্রামীণ এলাকায় নীরবে প্রচার করা কংগ্রেস গতবারের জেতা দুটি আসনও ধরে রাখতে পারেনি ।এমনকি কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত রাপারও তাদের হাতছাড়া হয়েছে । পাশাপাশি নির্বাচনের বহু আগে থেকে ঢাকঢোল পিটিয়েও মানুষের মনে কোনো ছাপ ফেলতে পারেনি আম আদমি পার্টি (এএপি) ।।