এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা,ঘরবাড়ি ও মন্দির- মূর্তি ভাঙচুরের ঘটনা নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে । জোরপূর্বক ধর্মান্তরিত করার ঘটনা তো আকছার ঘটে থাকে বাংলাদেশে । ফের একবার জোরপূর্বক ধর্মান্তরিত করার একটি ঘটনা সামনে এল । এবার এক হিন্দু যুবককে শহরে একটা কাজ দেখে দেওয়ার অছিলায় নিয়ে গিয়ে জোর করে খৎনা করার অভিযোগ উঠল তাঁর এক মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে ।
সম্প্রতি হিন্দু ভয়েস নামে একটি সংগঠন তাদের টুইটার হ্যান্ডেলে ঘটনার কথা প্রকাশ করেছে । সংগঠনের দাবি বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর উপজেলার কুচিয়ারপাড়ের বাসিন্দা বছর কুড়ির যুবক অভিজিৎ দাস(Avijit Das)বেকারত্ব থেকে মুক্তি পেতে একটা কাজের সন্ধান করছিলেন কিছুদিন ধরে । তাঁর এই অসহায় অবস্থার সুযোগে কালাম হাওলাদার (Kalam Hawladar) নামে এক মুসলিম প্রতিবেশী তাঁকে ঢাকায় একটা কাজ দেখে দেওয়ার প্রতিশ্রুতি দেয় । কিন্তু তখন কালামের কুমতলব আন্দাজ করতে পারেননি অভিজিৎ । সরল বিশ্বাসে তার সঙ্গে ঢাকায় চলে যান তিনি । কিন্তু ঢাকায় যাওয়ার পরেই স্বমূর্তি ধারন করে কালাম । অভিজিৎকে সে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ সৃষ্টি করে । কিন্তু অভিজিৎ ধর্মান্তরিত হতে অস্বীকার করলে কালাম তার কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে জোর করে ওই ওই হিন্দু যুবকের খৎনা বা সুন্নাত করে দেয় বলে অভিযোগ । ঘটনাটি চলতি বছরের অক্টোবর মাসে ঢাকায় ঘটেছিল বলে দাবি করা হচ্ছে ।
জানা গেছে,ডিসেম্বর মাসের প্রথম দিকে কালাম হাওলাদার ও তার সঙ্গীদের নজর এড়িয়ে কোনোক্রমে বাড়ি পালিয়ে আসেন অভিজিৎ দাস । বাড়ি ফেরার পর তিনি ঘটনার কথা পরিবারের সদস্যদের জানান । এরপর কালাম হাওলাদার ও তার বাবা মালেক হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পিতাপুত্র পলাতক । তাদের সন্ধান চলছে । যদিও এদিন শুক্রবার সকাল পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই বলে জানা গেছে ।।