নিজস্ব প্রতিনিধি,কালনা(পূর্ব বর্ধমান), ১৯ ফেব্রুয়ারী : ‘জগন্নাথের রথ ভক্তির রথ। বিজেপির রথ শক্তির রথ।’ বিজেপির পরিবর্তন যাত্রার রথ নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম । পাশাপাশি বিজেপির যোগদান মেলাকে ‘মেলায় জিনিষপত্র কেনাবেচা’র সঙ্গে তুলনা করেন তিনি কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু ও শুভেন্দু অধিকারীকে কার্যত তুলোধোনা করেন মহম্মদ সেলিম । তাঁর কথায় ,‘ওরা বেশী লুটের জন্য বড় জায়গায় গেছে। এতদিন দুধের সর খেয়েছে, এবার হাড়ি চেটে পুটে খাওয়ার জন্য আরও বড়সড়ো কেলেঙ্কারির জন্য গেছে।’
শুক্রবার বিকেলে সিপিএমের তরফে পূর্ব বর্ধমানের কালনা শহরে একটি জনসভার আয়োজন করা হয়েছিল । সভায় মূল বক্তা ছিলেন মহম্মদ সেলিম । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অমল হালদার, কালনার সিপিএম নেতা গৌরাঙ্গ গোস্বামী সহ অন্যান্যরা ।
এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মহম্মদ সেলিম বলেন, ‘কৃষকদের আয় বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু হয়নি। কৃষক মৃত্যু ঘটছে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘বছরে দুই কোটি বেকারের চাকরি কোথায় গেল ? বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে ।’ পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে বাংলায় সাম্প্রদায়িকতার বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ।
আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটে আসন রফা প্রসঙ্গে তিনি জানান, আলোচনার মাধ্যমেই জোটের আসন রফা হবে । তিনি দলীয় কর্মী সমর্থকদের কাস্তেতে সান দিতে ও হাতুড়িকে মজবুত করে ঝাণ্ডা হাতে রাজনৈতিক লড়াইয়ে নামার আহ্বান জানান ।।