এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ ডিসেম্বর : ইতিপূর্বে ক্রীড়া প্রতিযোগিতার মত স্টেডিয়ামে বেত্রাঘাতের আয়োজন করেছিল সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে সর্বসমক্ষে বেত দিয়ে পিটিয়ে শাস্তি কার্যকর করা হয়েছিল । এবার স্টেডিয়ামের মধ্যে ফাঁসিতে ঝোলানো হল খুনের এক অভিযুক্তকে । বুধবার আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম ফারাহ প্রদেশের ভিড়ে ঠাসা একটি স্টেডিয়ামের মধ্যে হেরাত প্রদেশের বাসিন্দা গোলাম সারওয়ারের ছেলে তাজমীরকে ফাঁসিতে ঝোলানো হল । আর তার তদারকি করতে তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তালিবানের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, তালিবানের উপমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী আম্বার আল-মারুফ এবং নাহা আল-মানকার,বিচার বিভাগীয় প্রধান,তালিবানের মুখপাত্র মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার কার্যালয় এবং কান্দাহার ও হেরাতের গভর্নররা ।
তালিবান সরকারের এক মুখপাত্র জানান,ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তি তাজমীর প্রায় পাঁচ বছর আগে মোস্তফা নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল । পরবর্তীতে ওই ব্যক্তিকে তালিবান আদালতে দোষী সাব্যস্ত করা হয়। হত্যার কথা স্বীকার করার পর তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইব্বাতুল্লাহ আখুন্দজাদা তার মৃত্যুদণ্ডের সাজা অনুমোদন করেন ।
এর আগে স্থানীয় সংবাদমাধ্যমকে তালিবান জানিয়েছিল, বুধবার ফারাহ স্টেডিয়ামে একজন মহিলাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে এবং অন্য দুই পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে । যদিও পরে তাদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে তালেবান । প্রসঙ্গত, আফগানিস্তানে আদালতের বিচারকদের সম্প্রতি শরিয়া আইন পুরোপুরি কার্যকর করার নির্দেশ দেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা । আদেশ অনুযায়ী প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ ও পাথর ছুঁড়ে মারার শাস্তি পুনর্বহাল করতে বলা হয়েছে । ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তালিবান মরুভূমি আদালতের বিস্তার ঘটাচ্ছে ।।