দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক শিশু সহ ৬ জন । আহতদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । বুধবার বিকেলে দূর্ঘটনাটি ঘটেছে এসটিকেকে রোড কাটোয়া থানার খাজুরডিহি এলাকার কোল্ডস্টোরেজের কাছে একটি পেট্রলপাম্পের সামনে । এদিকে ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দিয়েছে চালক । পুলিশ গাড়িটিকে আটক করে চালকের সন্ধান চালাচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এসটিকেকে রোড ধরে কাটোয়ার দিক থেকে আসছিল দ্রুত গতির ওই চারচাকা গাড়িটি । খাজুরডিহি এলাকার কোল্ডস্টোরেজের কাছে একটি পেট্রলপাম্পের সামনে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । তারপর রাস্তার পাশ দিয়ে যাওয়া মহারাষ্ট্রের বাসিন্দা পেশায় খেতমজুর মহাদেব সিন্ধে, দীনেশ অশোক মোরে এবং দীনেশবাবুর ৯ বছরের ছেলে রোহানকে প্রথমে ধাক্কা দেয় গাড়িটি । সেই সময় ওই সড়ক পথ ধরে পৃথক দুই সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ হাজরা,নতুনগ্রামের বাসিন্দা ইসমাইল শেখ । বেপরোয়া গাড়িটি তাদেরও সজোরে ধাক্কা দেয় । এরপরে কাটোয়ার করজগ্রামের বাসিন্দা হায়দার আলি শেখ নামে আরও এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে গাড়ি দাঁড় করিয়ে পালিয়ে যায় চালক । গাড়িটি এতটাই স্পীড ছিল যে ধাক্কায় চুরমার হয়ে যায় দুটি সাইকেল ও বাইকটি । গাড়িটিরও ডানদিক ক্ষতিগ্রস্থ হয় । দূর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । আহতদের প্রত্যেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।।