এইদিন ওয়েবডেস্ক,জাকার্তা,০৭ ডিসেম্বর : বুধবার ইন্দোনেশিয়ার বান্দুং (Bandung) শহরের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে । ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান লিস্তিও সিগিত প্রবোও (Listyo Sigit Prabowo) বলেছেন,হামলাকারীর নাম আগুস সুজাতনো(Agus Sujatno) । সে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত সন্ত্রাসবাদী গোষ্ঠী জামাহ আনশারুত দৌলাহ (জেএডি) এর সাথে যুক্ত । ইতিপূর্বে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল । ২০২১ সালের শেষের দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল ।’
পশ্চিম জাভা পুলিশ প্রধান সুনতানা বলেছেন, ঘটনাস্থলে একটি নীল মোটরবাইক খুঁজে পাওয়া গেছে । সম্ভবত ওই বাইকটিতে চড়েই এসেছিল হামলাকারী ।’ বাইকের টুলবক্সে একটি নথিও পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন । ওই নথিতে দেশের নতুন ফৌজদারি কোডকে “একটি অবিশ্বাসী পণ্য” বলে বর্ণনা করা হয়ে ।
প্রসঙ্গত,মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টে নতুন ফৌজদারি আইন অনুমোদন করা হয় । যদিও তাতে শরিয়া-ভিত্তিক বিধানও রয়েছে, তা সত্ত্বেও ইসলামপন্থী কট্টরপন্থীরা আইনের অন্যান্য ধারাগুলি নিয়ে চরম ক্ষুব্ধ । তার জেরেই এই আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে ।।