দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে স্কুটি আরোহী বৃদ্ধকে পিষে দিয়ে পালিয়ে গেল বেপরোয়া গতির একটি মারুতি গাড়ি । বুধবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে ভাতার থানার পাটনা ও বলগোনার মাঝামাঝি এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজিত ব্যানার্জি(৭০) । খবর পেয়ে পুলিশ গিয়ে স্কুটি আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,এদিন সকালের দিকে নিজের স্কুটিতে চড়ে বলগোনা এলাকার দোকানগুলিতে তাগাদায় যাচ্ছিলেন পেশায় ব্যবসায়ী সুজিত ব্যানার্জি । তিনি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ ধরে পাটনা ও বলগোনার মাঝামাঝি এলাকার একটি শ’মিল পেড়িয়ে আসতেই একটি লাল রঙের মারুতি গাড়ি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে । তিনি রাস্তার উপরে ছিটকে পড়লে মারুতিটি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায় । জানা গেছে,বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক মহিলার । তিনি আশপাশের লোকজনদের ডাকাডাকি করলে সকলে দূর্ঘটনাস্থলে ছুটে এসে স্কুটি আরোহীকে উদ্ধার করেন । এদিকে খবর পেয়ে চলে আসে ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ বৃদ্ধকে তড়িঘড়ি ভাতার হাসপাতালে আনে । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
জানা গেছে,নিহত সুজিত ব্যানার্জির বাড়ি হুগলি জেলার ধনিয়াখালি এলাকায় । একটি নামি কোম্পানির দেশলাই সরবরাহের এজেন্সি ছিল তাঁর । বর্ধমান শহর ছাড়াও ভাতার,বলগোনাসহ বিভিন্ন এলাকার দোকানগুলিতে তিনি দেশলাই সরবরাহ করতেন । ব্যবসার সুবিধার্থে বর্ধমান শহরের ভাঙাকুঠি এলাকায় একটি ফ্লাট কিনেছিলেন সুজিতবাবু । সেখানে এক স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন তিনি । তাঁর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে । কিন্তু এদিন ব্যবসার কাজে বাড়ি থেকে বেড়িয়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হল তাঁর । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ।।