এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ ফেব্রুয়ারী : দোকানের ক্যাশবাক্স থেকে ৯৬ হাজার টাকা চুরি করে নিয়ে পালানোর অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম সেফালী দাস(৩০) । কেতুগ্রামের দক্ষিণ পাড়ায় তাঁর বাড়ি । ধৃত মহিলার বাড়ি থেকে ২৪ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে । শুক্রবার ধৃত মহিলাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে,বাকি টাকা উদ্ধারের জন্য ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
আশিষ মুখোপাধ্যায় নামে এক ব্যাবসায়ীর অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে । আশিষবাবু নির্মানসামগ্রী সরবরাহ ও হার্ডওয়ার সামগ্রীর ব্যবসা করেন । কেতুগ্রামের পাচুন্দি বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে তাঁর দোকান ।
আশিষবাবু জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তাঁর দোকানে আসেন ওই মহিলা । তিনি ইঁটের দাম জানতে চান । সেই সময় তাঁর দোকানের কর্মচারীরা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন । মহিলার সঙ্গে কথাবার্তা চলাকালীন একটি চারচাকা গাড়ি জোরে ব্রেক কষে তাঁর দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে । বিকট শব্দ হওয়ায় সেই দিকে তাঁর নজর চলে যায় । সেই ফাঁকে ওই মহিলা ক্যাশবাক্স থেকে ৯৬ হাজার টাকা বের করে নেয় বলে অভিযোগ আশিষবাবুর ।
জানা গেছে,টাকা চুরি গেছে বুঝতে পারার পর এনিয়ে ওইদিন বিকেল নাগাদ থানায় অভিযোগ দায়ের করেন দোকানমালিক। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ ।।