এইদিন ওয়েবডেস্ক,দোহা,০৭ ডিসেম্বর : পেনাল্টি শুটআউটে স্প্যানিশদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরোক্কানরা ৷ নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকে । শেষে পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে মরোক্ক জয়লাভ করে । মঙ্গলবার রাতে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল । যোগ্যতার নিরিখে মরোক্কোর থেকে অনেক বেশি এগিয়ে স্পেন । ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের অবস্থান যেখানে ৭, সেখানে মরক্কোর অবস্থান ২২ তম স্থানে । সেই হিসাবে স্পেনের নিশ্চিত জয় অনুমান করেছিলেন ফুটবল প্রেমীরা । কিন্তু মঙ্গলবার রাতে এই মরোক্কোই স্পেনকে বেকায়দায় ফেলে দেয় ।
শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারের পর স্প্যানিশ কোচ লুই এনরিকে অর্ধেক খেলোয়াড় পরিবর্তন করেছিলেন ৷ সেখানে মরক্কো দলে পরিবর্তন হল শুধু একজনের । কিন্তু দলের আমূল পরিবর্তন করেও সাফল্য পেলেন না লুই এনরিকে । খেলার প্রথমার্ধে লালসবুজের অ্যাটলাস লায়নদের দাপট লক্ষ্য করা যায় । তবে ২৫ মিনিটে প্রথমাার্ধের গোলের ভালো সুযোগ আসে স্পেনের সামনে ৷ কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি । গোল শূন্য অবস্থা প্রথমার্ধ শেষ হয় । দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে পারেনি । নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ৷ অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে একটা ভালো সুযোগ হাতছাড়া করেন মরোক্কান ফরোয়ার্ড চেদিরা৷ সিমনকে ওয়ান টু ওয়ান পেয়েও তিনি ঠিকমত শট নিতে পারেননি । ১০৩ মিনিটে ফের একটি ভালো সুযোগ আসে চেদিরার সামনে ৷ কিন্তু স্প্যানিশ গোলরক্ষক সিমন অসাধারণ দক্ষতায় সেটিকেও আটকে দেন ৷ তবে অতিরিক্ত সময়ের ১২৩ মিনিটের মাথায় একটা ভালো সূযোগ এসেছিল স্পেনের সামনে । কিন্তু বাঁ পাশ থেকে আসা ক্রসকে সারাবিয়া পায়ে লাগাতে পারলেও তা দূরের পোস্টকেই শুধু ছুঁয়ে যায় । অতিরিক্ত সময়েও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় । শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে ।
পেনাল্টি শুটআউটে প্রথম শটটি নেন মরক্কোর সাবিরি৷ তিনি স্প্যানিশ গোলরক্ষক সিমনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান । কিন্তু ব্যর্থ হন স্পেনের সারাবিয়া ৷ তাঁর শট আটকে দেন মরোক্কর গোলরক্ষক ইয়াসিন বোনো । পরের শটেও মরোক্কোর জিয়েক সফল হন । এদিকে স্প্যানিশ খেলোয়াড় কার্লোস সোলারের শটও প্রতিহত করেন ইয়াসিন বোনো । তবে সিমন মরোক্কোর তৃতীয় শটটি ফিরিয়ে লড়াইয়ে দলকে টিকিয়ে রাখার চেষ্টা করেন৷ এরপর আসেন স্প্যানিশ অধিনায়ক সার্গিও বুস্কেটস । তবে তিনি বোনোকে ফাঁকি দিতে পারেননি । শেষ শটে মরোক্কান তারকা ডিফেন্ডার হাকিমি সিমনকে সহজেই পরাস্ত করে দলকে টেনে নিয়ে যান শেষ আটে ৷ ফলে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হয় স্পেনকে ৷ এদিকে কোন অফিসিয়াল ম্যাচে স্প্যানিশদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো মরোক্কানরা ।।