এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,০৬ ডিসেম্বর : মরবি দুর্ঘটনা নিয়ে মিথ্যা টুইট করার ঘটনায় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা আরাটিআই কর্মী সাকেত গোখলেকে রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ । গ্রেফতারের পর সাকেত গোখলেকে মঙ্গলবার আদালতে পেশ করা হয় । বিচারক তাঁকে দু’দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন । উল্লেখ্য,সাকেত গোখলে পয়লা ডিসেম্বর টুইটারে একটি গুজরাটি সংবাদপত্রের একটি কাটআউট পোস্ট করেছিলেন । পাশাপাশি একটি আরটিআই-এর উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করে যে কয়েক ঘণ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরবি যাত্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে। এই বিষয়ে সাকেত গোখলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গুজরাটে একটি মামলা দায়ের করা হয়েছিল । তারই ভিত্তিতে এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
এদিকে সাকেত গোখলেকে গ্রেপ্তারির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করেছেন,’মরবি ব্রিজ ভাঙা নিয়ে সাকেতের টুইটের ভিত্তিতে আহমেদাবাদ সাইবার সেলে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছিল । এভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের চুপ করানো যাবে না । রাজনৈতিক প্রতিহিংসাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি ।’।