এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ ডিসেম্বর : ভারতের স্বাস্থ্য ইনস্টিটিউটের ওয়েবসাইটগুলিতে লাগাতার সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা । বুধবার সকালে দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস(এআইআইএমএস)-এর সার্ভার হ্যাক হয়েছিল । যার ফলে ৩ থেকে ৪ কোটি রোগীর ডেটা প্রভাবিত হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সার্ভার ডাউন থাকায় জরুরি ইউনিট, বহির্বিভাগের রোগী, ইনপেশেন্ট ও ল্যাবরেটরি বিভাগের রোগীদের পরিষেবা অফ লাইনে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে । এদিকে আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ)-এর ওয়েবসাইটও হ্যাকাররা আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে । গত ৩০ নভেম্বর ২৪ ঘন্টায় আইসিএমআর- এর ওয়েবসাইটে ৬,০০০ টিরও বেশি আক্রমণের চেষ্টা করা হয়েছে । আর ওই সমস্ত আক্রমণগুলি হংকং-ভিত্তিক কালো তালিকাভুক্ত আইপি ঠিকানা ১০৩.১৫২.২২০.১৩৩ থেকে করা হয়েছিল বলে খবর।
নাম প্রকাশ না করার শর্তে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (এনআইসি) একজন সরকারি আধিকারিক বিষয়টি প্রকাশ করেছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে । তিনি বলেছেন,’আমরা দলকে এই বিষয়ে সতর্ক করেছি । ফায়ারওয়ালে কিছু ত্রুটি থাকলে হ্যাকাররা ওয়েবসাইটের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে । ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার(এনআইসি) সরকারি প্রতিষ্ঠানগুলোকে ফায়ারওয়াল আপডেট রাখতে বলেছে। নিয়মিত এনআইসির নির্দেশিকা মেনে চলতে হবে। সরকারী সংস্থাগুলিকে অপারেটিং সিস্টেমের সুরক্ষা প্যাচগুলি আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ ওই কর্মকর্তা আরও বলেন,’২০২০ সাল থেকে স্বাস্থ্য ইনস্টিটিউটের ওয়েবসাইটে সাইবার হামলা অনেক বেড়ে গেছে ।’।