এইদিন ওয়েবডেস্ক,জামাইকা(ওয়েস্ট ইন্ডিজ),০৬ ডিসেম্বর : আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২১ সালে অবসর নেওয়ার পরেও ফের একবার শিরোনামে চলে এসেছেন এক প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ।
ক্রিকেট ম্যাচের সময় তিনি মাঠে ছিলেন বোলারদের ত্রাস । প্রচন্ড গতিতে ধেয়ে আসা বলগুলো ব্যাটের সাহায্যে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া কোনো ব্যাপারই ছিল না তাঁর কাছে । মাঠের বাইরেও তাঁর জীবন ছিল উদ্দাম,উশৃঙ্খল । প্রতিদিন নাইট ক্লাবে যাওয়া,মদের নেশা আর সুন্দরী মেয়েদের সঙ্গে ফুর্তি করা এই ছিল তাঁর রোজ নামচা । কিন্তু ভারতের বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের ছায়ায় তিনি আজ সম্পূর্ণ অন্য মানুষ । বর্তমানে স্বামী বিবেকানন্দের বাণী পড়ে এবং ধ্যান করে তাঁর জীবন কাটছে । আর সেই ক্যারিবিয়ান ক্রিকেটার হলেন ‘ইউনিভার্সাল বস’ হিসাবে পরিচিত ক্রিস গেইল ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রিস গেইলের একটি ছবি ভাইরাল হয়েছে । ছবিটিতে দেখা গেছে সাদা কাপড় পড়ে হাসিমুখে বসে আছেন ক্রিস গেইল । আর তার হাতে ধরা আছে স্বামীজির লেখা ‘লিভিং অ্যাট দ্য সোর্স’ বইটি । জানা গেছে,কিছুদিন আগে আর্জেন্টিনায় গিয়েছিলেন ক্রিস গেইল । তখনই ওই বইটি হাতে পান তিনি । বইটি পড়তে পড়তে গেইল এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে পারেননি । ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজের সাংবাদিককে গেইল বলেছেন, ‘বিবেকানন্দ আমার ভিতরের আলো জ্বেলে দিয়েছেন ।’ তাই এবার থেকে তিনি স্বামীজির বানী ছড়িয়ে দিতে কাজ করে যাবেন বলে জানান ।
এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজে স্বামী বিবেকানন্দের খুব চর্চা হয় । আমেরিকা ও ইউরোপে রামকৃষ্ণ মিশন থাকলেও ওয়েস্ট ইন্ডিজে রামকৃষ্ণ মিশনের কোনো নামগন্ধই নেই । গেইল এখন জমাইকাতে রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট আশ্রম খুলেছেন বলে জানতে পারা যাচ্ছে ।
স্বামী বিবেকানন্দের মৃত্যু হয়েছে প্রায় ১২০ বছর আগে । এখনো সেই ভাবনাতেই অনুপ্রাণিত হচ্ছেন দেশ বিদেশের নামিদামি মানুষেরা । স্বামী বিবেকানন্দে মুগ্ধ হয়েছিলেন রোমা রলা,জর্জ হ্যারিসনের মত ব্যক্তিত্ব । রোমা রলা স্বামী বিবেকানন্দের বানীকে মহান সঙ্গীতের সঙ্গে তুলনা করেছিলে । বর্তমান জগতেও যে স্বামীজি প্রভাব যে অব্যাহত তার সাম্প্রতিক প্রমান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ৪৩ বছরের ক্রিস গেইল ।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ৪২.১৯ গড় নিয়ে ৭২১৫ রান করেছেন ক্রিস গেইল । একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১০,৪৮০ রান,গড় ৩৭.৭ । টি ২০ তে তিনি ২৭.৯৩ গড়ে ১৮৯৯ রান করেছেন । এছাড়া টি ২০ তে ১০০০ এর বেশি ৬ মেরেছেন ক্রিস গেইল । এছাড়া সব ফর্ম্যাটে তিনি বল হাতেও সাফল্য পেয়েছেন ।।