দিব্যেন্দু রায়,বর্ধমান,০৫ ডিসেম্বর : দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয় করল বর্ধমানের ১২ বছরের ঈশানি গুপ্তা । অল্পের জন্য পদক হাতছাড়া হয়ে যায় ৯ বছরের কিশোর ধ্রুবজিত দত্তর । ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এর পরিচালনায় শনি ও রবিবার দু’দিন ধরে দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ” । ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিটি গ্রুপের স্বর্ণপদক বিজয়ীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের শিক্ষার্থী ঈশানি গুপ্তা ও ধ্রুবজিত দত্ত ।
দেখুন ভিডিও :-
বর্ধমানের ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, মেয়েদের ১২ বছর ও ৪০ কেজি কুমি বিভাগে রৌপো পদক জয়লাভ করেছে ঈশানি গুপ্তা । বালকদের ৩৫ কেজি কুমি বিভাগের দ্বিতীয় রাউন্ডে হেরে যায় ধ্রুবজিত দত্ত । তিনি ধ্রুবজিতের পদক না পাওয়ায় কিছুটা হতাশ হলেও ঈশানির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । দেবাশীষবাবু বলেন,’সর্বভারতীয় প্রতিযোগিতায় ঈশানির এই সাফল্য সত্যই খুবই গর্বের বিষয় । তবে ধ্রুবজিতও যদি পদক পেতো তাহলে আরও খুশি হতাম ।’।