এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গ,০৫ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জুকস্কেই নদীর তীরে ব্যাপিস্ট (খ্রিষ্টান ধর্মীয় অনুষ্ঠান) অনুষ্ঠান পালনের সময় হড়পা বানে ৯ জন নিহত হয়েছে । এখানো নিখোঁজ ৮ জন । ঘটনাটি ঘটেছে গত শনিবার । জানা গেছে, প্রায় ৩৩ জন খ্রিষ্টান উপাসক জোহানেসবার্গ শহরতলির ব্রামলি পার্কে জুকস্কেই নদীর তীরে ব্যাপিস্ট অনুষ্ঠান পালনের জন্য জড়ো হয়েছিলেন । সেই সময় নদীতে হড়পা বান চলে আসে । নদীর প্রবল স্রোতে ১৫ জন ধর্মীয় উপাসক ভেসে যান । জোহানেসবার্গ ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানান, শনিবার দুটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং রবিবার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে আরও সাতটি মৃতদেহ পাওয়া যায় । বর্তমানে উদ্ধার অভিযান চলছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।
প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য জোহানেসবার্গের পূর্বে আলেকজান্দ্রাসহ বহু এলাকার মানুষ জুকস্কেই নদীর তীরে গির্জার আচার-অনুষ্ঠান পালনের জন্য জড়ো হন । কিন্তু এলাকাটি বিপদ সঙ্কুল বলে পরিচিত । গত জুন মাসে ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় এই নদীতে হড়পা বানের কারনে তিনজনের মৃত্যু হয়েছিল । রবার্ট মুলাউদজি বলেন,’গত তিন মাসে জোহানেসবার্গ শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বেশির ভাগ নদী এখন পরিপূর্ণ । এই কারনে আমরা বহুবার এনিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছিলাম । এই অবস্থায় নদী তীরে ধর্মীয় আচার পালন করা মানে মৃত্যুকে আহ্বান করার সামিল । মানুষ আমাদের আবেদন শুনলে এতবড় দূর্ঘটনা ঘটতো না ।’।