এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়(পূর্ব বর্ধমান), ১৯ ফেব্রুয়ারী : পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার অপরাধে বিজেপির এক নেতা সহ তিন বিজেপি কর্মীর বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝাড়ুল গ্রামে । বিজেপি কর্মীদের অভিযোগ,হুমকির পাশাপাশি তাঁদের পতাকা ও ব্যানারও পুড়িয়ে দিয়েছে তৃণমূলের লোকজন । শুক্রবার দুপুরে এনিয়ে ভাতাড় থানায় অভিযোগ দায়ের করেছেন মতিয়ার রহমান নামে ওই বিজেপি নেতা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
বৃহস্পতিবার ভাতাড়ে পরিবর্তন যাত্রার রথ আসে । সেই উপলক্ষে ভাতাড় বাজারে ভাতাড় এমপি হাইস্কুল মাঠে একটি জনসভার আয়োজন করা হয় । ভাতাড় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা তাতে যোগ দিতে আসেন । ঝাড়ুল গ্রামের বাসিন্দা তথা মাহাতা অঞ্চলের ৫ নম্বর বুথের বিজেপির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী দলীয় কর্মসূচিতে যোগ দিতে ভাতাড়ে আসেন । কর্মসূচি শেষে সন্ধ্যা নাগাদ তাঁরা গ্রামে ফিরে যান ।
মতিয়ার রহমানের অভিযোগ,’বৃহস্পতিবার রাত প্রায় পৌনে নটা নাগাদ ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা নিখিলেশ্বর মাজির নেতৃত্বে ২৫ – ৩০ জনের একটি দল আমাদের দলের কর্মী হারাই মল্লিক, রজব মল্লিক ও আমার বাড়িতে চড়াও হয় । ওদের হাত থেকে বাঁচতে তখনকার মত আমরা বাড়ি থেকে পালিয়ে যাই । আমাদের না পেয়ে আমাদের বাড়ির মহিলাদের কাছে হুমকি দিয়ে যায় গ্রামে থাকতে গেলে বিজেপি ছাড়তে হবে । তাদের কথা না মানলে আমাদের প্রাণে মেরে ফেলা হবে বলে শাসিয়ে যায় ওরা । যাবার আগে আমাদের বাড়িতে যত দলীয় পতাকা ফেস্টুন ছিল সব খুলে আগুনে পুড়িয়ে দিয়ে যায় । সমগ্র ঘটনা লিখিতভাবে ভাতাড় থানায় জানিয়েছি।’
অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য নিখিলেশ্বর মাজি । তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই বাড়িতেই থাকতে হচ্ছে । বিজেপির এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা । আদপেই কোনও ঝামেলা হয়েছিল কিনা তা আমার জানা নেই।’।