এইদিন ওয়েবডেস্ক,ব্রাহ্মণবাড়িয়া(বাংলাদেশ),০৪ ডিসেম্বর : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বাংলাদেশের দুই গ্রামের বাসিন্দারা । গ্রামবাসীদের মধ্যে লাঠালাঠির পাশাপাশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয় । সংঘর্ষে একজন প্রৌঢ় মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ২০ জন । নিহতের নাম শীতল মিয়া (৫৫) । শনিবার এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ব্রিজসংলগ্ন এলাকায় ।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ধরাভাঙ্গা রোডে পিকআপ ভ্যানের থেকে টোল আদায়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত । কে টোল আদায় করবে তা নিয়ে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের সলিমগঞ্জ বাজারের লাইনম্যান রহিম মিয়ার প্রথমে বচসা বাধে । ক্রমে দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । জানা যায়,সেই ঘটনার সূত্র ধরে শনিবার সকালের দিকে ধরাভাঙ্গা গ্রামের চেয়ারম্যানের ছেলে মানিক ও খোকনকে ধরে বেদম পিটিয়ে দেয় মুক্তারামপুর গ্রামের লোকজন । এই ঘটনার পর চেয়ারম্যানের ছেলে মানিক মিয়া ও ডাম বাবুর নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে চড়াও হয় । তারা মুক্তারামপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা শীতল মিয়াকে পিটিয়ে মেরে ফেলে । পাশাপাশি ৬ টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় । মুক্তারামপুর গ্রামের লোকজন পালটা প্রতিরোধ শুরু করলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়ে যায় । সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে । শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ।।