এইদিন ওয়েবডেস্ক,দোহা,০৪ ডিসেম্বর : নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর অন্যতম দাবিদার আর্জেন্টিনা । দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় আর্জেন্টিনার দুটি গোলের মধ্যে একটি গোল করেছেন মেসি । মেসির গোলের খরা কাটায় খুশি তাঁর ভক্তরা ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় অস্ট্রেলিয়া । কিন্তু তারা আর্জেন্টিনার ডিফেন্স ভেদ করতে না পারায় গোলের মুখ দেখেনি । পালটা আক্রমণ শুরু করে আর্জেন্টিনাও । ম্যাচের ১০ মিনিটে আক্রমণে উঠে আর্জেন্টিনা। তবে নিকোলাস ওতামেন্দির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেনি এলেক্সিস ম্যাকএলিস্টার। ম্যাচের ১৭ মিনিটে পাপু গোমেজের জোরালো শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে । অন্যদিকে ম্যাচের ২৩ মিনিটে কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া । ২৭ মিনিটে আবারও কর্নার পায় অস্ট্রেলিয়া। কর্নার থেকে ভেসে আসা বলে হ্যারি সুটার লাফিয়ে হেড করলেও তা জালে জড়াতে পারেনি । এরপর দু’দলই একটি করে ফ্রি কিক পেয়েছিল । কিন্তু তা গোলে রুপান্তরিত হয়নি । ম্যাচের ৩৪ মিনিটে ডান দিকে গোমেজকে ফাউল করার কারণে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিক কাজে লাগাতে না পারলেও ফ্রি কিকের পর ডি বক্সে মেসির পায়ে আসে বল । সেখান থেকে প্লেসিং শটে বল জালে জড়ান তিনি ।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা । বিরতর পর ৫৭ মিনিটে আর্জেন্টিনা আবারও গোলের দেখা পায় । অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ানের ভুলে বল পেয়ে গোল করে আর্জেন্টিনার লিড বাড়িয়ে দেন জুলিয়ান আলভারেজ। এদিকে দু’গোলে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালাতে শুরু করে অস্ট্রেলিয়া । কিন্তু তারা ম্যাচের ম্যাচের ৬২ মিনিটে ফ্রি কিক কাজে লাগাতে পারেনি । শেষে ম্যাচের ৭৬ মিনিটে গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। ডি বক্সের বাইরে থেকে শটে বল আর্জেন্টিনার জালে জড়ান ক্রেগ গুডউইন । এরপর কোনো তরফেই আর কোনো গোল হয়নি । শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা । অন্যদিকে নক আউট পর্বে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া ।।