এইদিন ওয়েবডেস্ক,০৪ ডিসেম্বর : সর্বকালের সেরা ফুটবলার এডসন ন্যাসিমেন্তো পেলে ক্যান্সারে আক্রান্ত । দীর্ঘদিন ধরেই ভুগছেন ৮২ বর্ষীয় এই কিংবদন্তী ফুটবলার । দিন দুয়েক আগে তাঁকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ভর্তি করা হয় । সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পেলের মেয়ে জানিয়েছিলেন যে, চিন্তিত হওয়ার মতো অসুস্থ নন তিনি । গতকাল ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে স্টেডিয়ামে বড় ব্যানার নিয়ে হাজির হন ভক্তরা। যাতে লেখা ছিল,’পেলে দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো ।’
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলি জানিয়েছিল পেলের রোগ আর নিরাময়ের পর্যায়ে নেই । তাই উপশম সেবা দিতে তাকে রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে । এরপর শনিবার দিনভর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে ভক্তদের উৎকণ্ঠা দূর করতে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন পেলে । তিনি ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমার বন্ধুরা, আমি চাই সকলে শান্ত ও ইতিবাচক থাকুন। আমি এখনো অনেক আশাবাদ নিয়ে শক্ত আছি এবং বরাবরের মতো চিকিৎসা নিচ্ছি। আমি যে ধরণের সেবা পাচ্ছি তার জন্য আমি গোটা মেডিকেল ও নার্সিং দলটাকে ধন্যবাদ দিতে চাই। সবকিছুর জন্য ধন্যবাদ।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে পেলের দখলে । ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি । সেবারেই প্রথম বিশ্বকাপ জয় করে ব্রাজিল । এরপর ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপও দেশকে এনে দেন পেলে । তারপর থেকে বিশ্বের ফুটবল ইতিহাসে তিনি ‘ফুটবল সম্রাট’ হিসাবে চিহ্নিত হন । তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বিশ্বের ফুটবল প্রেমী মানুষ । সুস্থতা কামনায় প্রার্থনা করছেন পেলের ভক্তরা । সেই তালিকায় আছেন সতীর্থ থেকে শুরু করে বর্তমান ফুটবলাররাও। পেলের সুস্থতা কামনা করে টুইট করেছেন তার ব্রাজিলের রিভালদো এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেরা ।।