এইদিন ওয়েবডেস্ক,দোহা,০৩ ডিসেম্বর : আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ড ৷ শনিবার রাতে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দু’দল । ম্যাচের প্রথমেই ডিপাইয়ের গোলে এগিয়ে যায় ডাচরা । পরে আরও দুটি গোল করে তারা । যদিও বিরতির পর একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় আমেরিকা ৷
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে যায় খেলা । ম্যাচের ৩ মিনিটে সহজ সুযোগ পায় যুক্তরাষ্ট্র। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে সক্ষম হননি খ্রিশ্চান পুলিসিক । তবে পালটা আক্রমণ শানিয়ে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল পেয়ে যায় নেদারল্যান্ড । ডান দিক থেকে আসা ক্রস থেকে বল পেয়ে গোল করেন মেমফিস ডিপাই । এদিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আমেরিকা ।কিন্তু ডাচদের রক্ষণ তারা ভাঙতে পারেনি । অন্যদিকে ম্যাচের ২৭ মিনিটে মেমফিস ডিপাইয়ের একক চেষ্টায় গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল । কিন্তু যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে সেযাত্রায় রক্ষা করে দেয় । তারপর থেকেই ডিফেন্সিভ খেলতে শুরু করে আমেরিকা । নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণে উঠার চেষ্টা করে তারা ।
ম্যাচের ৪১ মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠে যুক্তরাষ্ট্র। তবে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট করে টিম উইহা। তবে তা রুখে দেন ডাচ গোলরক্ষক আন্দ্রেস নোপার্ট। ম্যাচের ৪৫ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন সার্জিনো ডেস্ট। তবে ডাচ ডিফেন্ডারের গায়ে লেগে যাওয়ায় সেযাত্রাতেও গোল হয়নি । এদিকে পালটা আক্রমণ শানাতে শুরু করে নেদারল্যান্ডস । অতিরিক্ত সময়ে ফের তারা গোল দিয়ে দেয় । ডাচেদের পক্ষে এই গোলটি করেন ডেলি ব্লাইন্ড । দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নেদারল্যান্ড।
বিরতি থেকে ফিরেই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র । শেষে ৭৬ মিনিটে গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ডান দিক থেকে আসা ক্রস থেকে গোল করেন হাজী রাইট। গোলের ব্যবধান কমিয়ে আক্রমণের ধার বাড়ায় যুক্তরাষ্ট্র। আবার গোলের সুযোগ আসে তাদের সামনে। তবে জায়গা ছেড়ে বেড়িয়ে এসে ক্লিয়ার করে দেন ডাচ গোলরক্ষক আন্দ্রেস নোপার্ট।
ম্যাচের ব্যবধান কমিয়ে ম্যাচে সমতায় আনতে মরিয়া হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের ৮১ মিনিটে ফের গোল খেয়ে বসে তারা। বাম দিক থেকে আসা ক্রস থেকে গোল করেন ডেনজেল ডামফ্রইস । ৩-২ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস । এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় আমেরিকা । কিন্তু একের পর এক আক্রমণ চালিয়েও তারা সফল হয়নি । শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানই থেকে যায় । সাথে সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় যুক্তরাষ্ট্রকে । ।