এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ ডিসেম্বর : বছরের বিভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান বর্ডার গার্ড ফোর্স (বিজিএফ) এর সাথে মিষ্টি বিনিময় করে করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) ৷ চলতি বছরের দীপাবলি ও ঈদেও দুই সেনাবাহিনী মিষ্টি বিনিময় করেছে । কিন্তু বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতের সেনার তরফ থেকে পাকিস্থানী সেনাকে মিষ্টি দিতে যাওয়া হলে তা তারা নিতে অস্বীকার করেছে বলে খবর । জানা গেছে,পাকিস্তান রেঞ্জার্স কর্মীরা বলেছেন যে মিষ্টি গ্রহণ করার জন্য তাদের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছ থেকে কোন নির্দেশ আসেনি ।
প্রসঙ্গত,বিএসএফ-এর প্রতিষ্ঠা হয় ১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর । সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে বিএসএফ-এর তরফ থেকে বিজিএফকে মিষ্টি দেওয়া হয় । কিন্তু দু’দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে । আর সেই উত্তাপ এসে পড়েছে দুই সেনার মিষ্টি বিতরণের উপরেও । তবে পাকিস্থানের সীমান্তরক্ষী বাহিনী ভারতের কাছ থেকে মিষ্টি নিতে অস্বীকার করলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তা করেনি । তারা ভারতের দেওয়া মিষ্টি গ্রহণ করেছে বলে জানা গেছে ।।