এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৩ ডিসেম্বর : আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আল-কায়েদা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর চার সদস্যকে নিষিদ্ধ করেছে মার্কিন বিদেশ দপ্তর । নিষেধাজ্ঞা প্রাপ্ত সন্ত্রাসবাদীরা হল আল-কায়েদা নেতা ওসামা মাহমুদ, আল-কায়েদার ডেপুটি লিডার আতিফ ইয়াহিয়া ঘোরি,সংগঠনের রিক্রুটমেন্ট ম্যানেজার মোহাম্মদ মারুফ এবং পাকিস্তানি তালেবান তেহরিক-এর ডেপুটি এবং খাইবার পাখতুনখোয়ায় টিটিপি-এর সামরিক অভিযানের তদারকির দায়িত্বে থাকা ক্বারি আমজাদ । বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি করে এই ঘোষণা করা হয় । মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করেছে এবং আমেরিকান নাগরিকদের এই ব্যক্তিদের সাথে যেকোনো ধরনের লেনদেন থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে,’আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হুমকির বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র তার পূর্ণ শক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রয়েছে ৷’।