এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ ডিসেম্বর : শ্রদ্ধা ওয়াকারের ঘাতক আফতাব পুনাওয়ালার সফল নারকো টেস্ট করল পুলিশ । শুক্রবার তিহার জেলে অভিযুক্তের পোস্ট নার্কো টেস্ট হয়েছে । আসামি নারকো টেস্ট ও পোস্ট নারকো টেস্টে সব প্রশ্নের অভিন্ন উত্তর দিয়েছে বলে জানা গেছে । দিল্লি পুলিশ এখন যত তাড়াতাড়ি সম্ভব আদালতে শ্রদ্ধা হত্যা মামলায় চার্জশিট দাখিল করতে চাইছে । তবে চার্জশিট দাখিলের জন্য দিল্লি পুলিশকে ৯০ দিন সময় দিয়েছে আদালত ।
পলিগ্রাফ পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার সময় চালাকির আশ্রয় নিয়েছিল আফতাব । কিছু কিছু প্রশ্নের উত্তর না দিয়ে নীরবতা অবলম্বন করছিল সে । যে কারনে কয়েকদিন ধরে দফায় দফায় তার পলিগ্রাফ টেস্ট চালাতে হয় । শেষে আফতাবের নারকো টেস্ট করার সিদ্ধান্ত নেয় পুলিশ । তবে সম্প্রতি কয়েকজন হামলাকারী তরবারি নিয়ে আফতাবের পুলিশ ভ্যানে হামলা চালানোর ঘটনার পর পুলিশ কোনো ঝুঁকি নিতে চায়নি । যে কারনে তিহার জেলেই তার পোস্ট নারকো টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয় । আফতাব তার নারকো টেস্ট এবং পোস্ট নারকো টেস্টে সব প্রশ্নের হুবহু একই উত্তর দিয়েছে বলে পুলিশ সুত্রে খবর ৷।