এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ ডিসেম্বর : ভারতের ডিজিটালাইজেশন নিয়ে ভূয়সী প্রশংসা করলেন ভারতে জার্মান রাষ্ট্রদূত ডঃ ফিলিপ অ্যাকারম্যান (Dr. Philipp Ackermann) । তিনি বলেছেন,ডিজিটালাইজেশনে বিশ্বনেতা ভারতের কাছে তাঁর দেশ অনেক কিছু শিখতে পারে । উল্লেখ্য,চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ(Olaf Scholz) আগামী বছরের জন্য এক বিলিয়ন ইউরো মূল্যের উন্নয়ন প্রকল্প হস্তান্তর করেছিলেন । এই বিষয়ে কথা বলার জন্য বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন জার্মান রাষ্ট্রদূত ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা ভারত থেকে অনেক কিছু শিখতে পারি। আমি এখানে সাড়ে তিন মাস ধরে আছি এবং দেশটি কত দ্রুত ডিজিটাল হয়ে উঠেছে তা দেখে আমি বিস্মিত । ভারতীয়রা কত সহজেই ফোনের সাহায্যে নিজেদের কাজগুলি সম্পন্ন করছে ।’
অ্যাকারম্যান বলেছেন,’ডিজিটাইজেশনের প্রচারের জন্য ভারতের কাজ জার্মানি ঘনিষ্ঠভাবে এবং যত্ন সহকারে দেখবে । জার্মানিতে ডিজিটাইজেশনকে উন্নীত করার জন্য ভারত কী করেছে তা আমরা খুব সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখবো ।’ তিনি আরও বলেন,’আমি সত্যিই শ্রী অমিতাভ কান্তের উপস্থাপনা দেখে মুগ্ধ হয়েছিলাম যখন তিনি ডিজিটাইজেশন নিয়ে কথা বলেছিলেন। ভারত ডিজিটালাইজেশনে বিশ্বনেতা, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার দেশ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে ।’।