এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ ডিসেম্বর : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর আইবাকের “আল-জিহাদি” মাদ্রাসায় বুধবার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে । আইবাক শহরটি হল রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে ৷ স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,নিহতদের বেশিরভাগই যুবক । উল্লেখ্য, তালিবান যারা প্রায়শই হতাহতের পরিসংখ্যান কম করে দেখাতে অভ্যস্ত । তারা বলেছে ১০ জন ছাত্র মারা গেছে এবং “অনেক” আহত হয়েছে । আফগানিস্তান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি টমাস বুধবার রাতে এক টুইট বার্তায় এই হামলাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন ।
একজন প্রাদেশিক কর্মকর্তা আল জিহাদ নামে ওই ইসলামিক ধর্মীয় বিদ্যালয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হতাহতের পরিসংখ্যান দিতে পারেননি তিনি । এদিকে কোনো সন্ত্রাসবাদী সংগঠন এযাবৎ এই হামলার দায় স্বীকার করেনি । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফায় টাকোর টুইট করেছেন,’আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী এই ক্ষমার অযোগ্য অপরাধের অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের কর্মের জন্য তাদের শাস্তি দিতে দ্রুত কাজ করছে ।’
তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সাধারণ মানুষকে নিশানা করছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি । গত সেপ্টেম্বরে কাবুলের একটি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুশীলন পরীক্ষা চলাকালীন ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছিল সন্ত্রাসবাদীরা । ওই বিস্ফোরণে ৫১ জন তরুনীসহ মোট ৫৪ জন নিহত হয়েছিল । গত বছরের মে মাসে তালিবানের ক্ষমতায় ফিরে আসার আগে, আশেপাশের স্কুলের কাছে তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছিল । আহত হয় ৩০০ জন । নিহতদের অধিকাংশ মহিলা ।
প্রসঙ্গত,সন্ত্রাসবাদী সংগঠন তালিবান ক্ষমতা দখলের আগে তারাই মূলত সাধারণ মানুষকে নিশানা করত । তারা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর নরসংহার বন্ধ করে দিয়েছে । এবারে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে । আর নিজেদের অস্তিত্বের জানান দিতে নির্দিষ্ট ব্যবধানে হামলা চালিয়ে সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে তারা ।।