এইদিন ওয়েবডেস্ক,দোহা,০১ ডিসেম্বর : সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও গ্রুপ থেকে বিদায় নিতে হল মেক্সিকোকে । আসলে শেষ ১৬ পৌঁছতে মেক্সিকোর আরও একটি গোলের দরকার ছিল । কিন্তু খেলার অন্তিম মূহুর্ত পর্যন্ত তারা সেই গোল করতে পারেনি । এদিকে শেষ ১৬ তে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পোল্যান্ড । পোল্যান্ড সৌদি আরবের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয়েছিল ।
বুধবারে সৌদি আরবের বিরুদ্ধে খেলায় মাঠ জুড়ে দাপিয়ে বেড়িয়েছিল মেক্সিকোর খেলোয়াড়রা । কার্যত একপেশে খেলা হয় । কিন্তু প্রথমার্ধে সৌদি আরবের গোলে ১১ শট নিয়েও গোল করতে পারেনি তারা । দ্বিতীয়ার্ধেও ১১টি শট নেয় মেক্সিকো । ম্যাচে ৬১ শতাংশ বল ছিল মেক্সিকান খেলোয়াড়দের পায়ে। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর কোচ একে একে বদলি খেলোয়াড় নামাতে থাকে । সাফল্যও আসে । দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পেয়ে যায় মেক্সিকো। মন্টেসের বাড়ানো পাস থেকে গোল করেন হেনরি মার্টিন ।প্রথম গোলের পাঁচ মিনিট পরই আরো একটি গোল পেয়ে যায় তারা । লুইস শ্যাভেজ দলের দ্বিতীয় গোল করে শেষ ১৬’র আশা জাগিয়েছিলেন । কিন্তু শেষ মূহুর্ত পর্যন্ত কাঙ্খিত তৃতীয় গোলের দেখা ওচোয়া-ভেগাদের। ফলে গ্রুপ থেকেই তাঁদের ছিটকে যেতে হয় ।।