এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত দক্ষিণের সুপারহিট ফিল্ম ‘পুষ্পা’র কাহিনী সকলেরই জানা । অ্যাকশন থ্রিলার এই মুভিতে বেপরোয়া চন্দন তস্কর পুষ্পার কাহিনী বর্নিত হয়েছে । এবার মহিলা ‘পুষ্পা’র হদিশ পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । সোনার গহনার দোকানে ঢুকে নকল গহনা কাজে লাগিয়ে হাত সাফাই করতে দক্ষ ওই মহিলা । তবে ফিল্মের ‘পুষ্পা’র মত তিনি কোনো অস্ত্রসস্ত্র ব্যবহার করতেন না, বরঞ্চ ক্রেতা সেজে দোকানে ঢুকে হাতসাফাই করে চম্পট দিতেন । যদিও বুধবার তিনি ধরা পড়ে গেলেন কাটোয়া থানার পুলিশের হাতে । বুধবার কাটোয়া শহরে সোনার দোকান থেকে সোনার গহনা চুরি করে পালানোর কয়েক ঘন্টার মধ্যেই ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পুষ্পা খাতুন । সম্পন্ন ঘরের ওই গৃহবধুর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলুরি গ্রামে । ধৃতের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকার গহনা এবং নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে,এদিন কাটোয়া শহরের কাছারি রোডের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে হাতসাফাই করে পালিয়েছিলে পুষ্পা খাতুন । দোকানের মালিক সিসিটিভির ফুটেজ দেখে চুরির বিষয়টি বুঝতে পেতে তৎক্ষনাৎ কাটোয়া থানার দ্বারস্থ হন । এদিকে অভিযোগ পেতেই কালবিলম্ব না করে মহিলার সন্ধানে কাটোয়া জুড়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ । শেষে কাটোয়া রেলস্টেশনের কাছে ওই মহিলা পুলিশের হাতে ধরা পরে যান ।
পুলিশ সুত্রে খবর,এই প্রথম নয়,গত সোমবারেও বীরভূমের লাভপুর থানা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে গহনা চুরি করে পালিয়ে আসেন ওই গৃহবধূ । দোকানদারের দোকানের সিসিটিভি ফুটেজ থেকে মহিলাকে চিহ্নিত করার পর তাঁর ছবি আশপাশের সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছিল লাভপুর থানার পুলিশ । এদিন কাছারি রোডের দোকানে চুরির অভিযোগে বধুকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে পুষ্পা খাতুনই লাভপুরের সোনার দোকানে চুরি করেছিলেন । তবে লাভপুর থানার পাঠানো সিসিটিভি ফুটেজে মহিলার সঙ্গে এক কিশোরকে দেখা গেছে । ওই কিশোর মহিলা ছেলে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলুরি গ্রামের বাসিন্দা ধৃত পুষ্পা খাতুনের স্বামীর হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে । ধনী পরিবার । এহেন এক পরিবারের গৃহবধু হয়ে কেন তিনি গহনা চুরির কারবারে জড়িয়ে পড়লেন তা স্পষ্ট নয় পুলিশের কাছে । পুলিশ জানিয়েছে,ধৃত গৃহবধূ আর কোথাও এভাবে দোকানে ক্রেতা সেজে ঢুকে চুরি করেছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে ।।