এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৮ ফেব্রুয়ারী : রাজ্যের মন্ত্রী জাকির উপর বোমা হামলার ঘটনার জেরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে জোরদার তল্লাশি শুরু করল আরপিএফ । বৃহস্পতিবার স্টেশনে আসা বিভিন্ন ট্রেনে দিনভর তল্লাশি চালায় রেলপুলিশের বাহিনী । বাতিল করা হয় মালদা টাউন-হাওড়া ভায়া কাটোয়া ইন্টারসিটি এক্সপ্রেস । ওই ঘটনার জেরে কাটোয়াসহ হাওড়া ডিভিশনের বিভিন্ন রেলস্টেশনে সতর্কতা জারি করা হয়েছে বলে রেল সুত্রে খবর ।
বুধবার রাতে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে এসেছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেন । তিনি যখন তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য ২ নম্বর প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন তখন তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিরা । মন্ত্রী-সহ কমপক্ষে ২৩ জন গুরুতর জখম হন ।
রেল সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর মূলত স্পর্শকাতর স্টেশনগুলি সতর্কতা জারি করা হয় । তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সালার, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ও কাটোয়া রেলস্টশন । এদিন ভোর থেকে রাত পর্যন্ত ওই সমস্ত রেলস্টেশনসহ একাধিক স্টেশনে কড়া নজরদারি চালানো হয় । মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ পরীক্ষা ও সন্দেহজনকভাবে কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় রেল পুলিশকে । কাটোয়া রেলস্টেশনে র্যাফ মোতায়েন করা হয়েছে বলে খবর।
কাটোয়া আরপিএফ এর ওসি বিবেক কুমার সিং বলেন,”রেলস্টেশনগুলিতে চেকিংয়ের জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে। নজরদারির জন্য আলাদা আলাদা বিশেষ টিম তৈরি করা করা হয়েছে । বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অভিযান চালানো হচ্ছে।’।