দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এক সব্জি বিক্রেতাকে মারধরের অভিযোগে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার এক কর্মীকে (আরএমসি) গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশুতোষ বন্দ্যোপাধ্যায় । তিনি আরএমসি বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মী । আক্রান্ত শব্জি বিক্রেতা নির্মল কুমার ঘোষকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় ব্যবসায়ীরা । আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, ‘আশুতোষ বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আমার কাছে তোলা আদায় করেন । এদিন মঙ্গলবারেও আমার কাছে এসে উনি প্রথমে টাকার দাবি করছিলেন। তারপর দোকানের সামনে থেকে সব্জি সরাতে বলেন। কিন্তু আমি রাজি না হওয়ায় উনি ওনার ছেলে তাতাই বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী কাজল বন্দ্যোপাধ্যায়কে ডেকে এনে তিনজন মিলে আমায় ব্যপক মারধর করে ।’
জানা গেছে,কাটোয়া শহরে আরএমসি মার্কেটে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে শব্জির ব্যবসা করছেন কাটোয়া শহরের বিবেকানন্দপল্লির বাসিন্দা নির্মল কুমার ঘোষ । মার্কেটে নিজস্ব ঘর থাকলেও শব্জি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দোকানের সামনে ছাউনির নিচে রেখে দেন তিনি ।
জানা গেছে,এদিন আশুতোষ বন্দ্যোপাধ্যায় এসে সমস্ত শব্জি দোকানের মধ্যে রেখে দেওয়ার জন্য বলেন । তানিয়েই দু’জনের মধ্যে অশান্তি বাধে । এরপর আশুতোষবাবু স্ত্রী ও পুত্রকে ডেকে এনে নির্মলবাবুর উপর বাঁশ,ইঁট দিয়ে হামলা চালায় বলে অভিযোগ । শেষে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুতোষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ । এদিন ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।।