এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৮ ফেব্রুয়ারী ঃ ‘আর মাত্র কয়েকটা দিন । মার্চ মাস শুরু হবে আর রেফারি মাঠে নেমে যাবে । খেলা শুরু হয়ে যাবে । হলুদ কার্ড আর লাল কার্ড দেখা দিদিমনির ভাইয়েদের কারোর ঠাঁই হবে দমদম সেন্ট্রাল জেল। কারোর ভুবনেশ্বর জেল । শুধু সময়ের অপেক্ষা ।’ বৃহস্পতিবার পরিবর্তন যাত্রায় ভাতাড়ে এসে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক ।
কিছুদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুবত মন্ডল আগামী বিধানসভা নির্বাচনে ‘ভয়ঙ্কর খেলা হবে’ বলে পূর্বাভাষ করেছিলেন । এদিন তার উত্তরে রাজীব ভৌমিক বলেন, ‘খেলা দেখতে চাইছেন ? খেলা করবেন ? কাকে নিয়ে খেলবেন ? আপনার ১১ জন প্লেয়ারের দিকে তাকিয়ে দেখুন । ডিফেন্ডার নেই । স্ট্রাইকার নেই । লেফট আউট নেই । রাইট আউট নেই । শেষ, গোলকিপার ছিল শুভেন্দু,সেও আর নেই । কাকে নিয়ে খেলবেন? খেলার আগেই তো ওয়াক ওভারের জায়গায় এসে গেছে । তাই খেলবে এবার বিজেপি । এতদিন দিদির রেফারিতে খেলেছেন,এবার রেফারি দাদার ।’
এরপর তাঁর হুঁশিয়ারি, ‘সাবধান হয়ে যান । এবারের খেলা কঠিন খেলা । বলছেন ভয়ঙ্কর খেলা হবে । সত্যি ভয়ঙ্কর খেলা হবে । বাংলার জনতা আওয়াজ তুলেছে ‘জোট বেঁধেছে জনতা,ভয় পেয়েছে মমতা।’
দেখুন ভিডিও :
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘দুর্নীতির আধার’ বলে কটাক্ষ করেন রাজীব ভৌমিক । তিনি বলেন, ‘সবাই বলছে তোলাবাজ কে? তোলা কে খায়? বাংলার জনগন জেনে গেছে বাংলার যত দুর্নীতির আধার কলকাতার হরিশ্চন্দ্র স্ট্রীটের সাধের ভাইপো । সবাই জেনে গেছে । আমরা তাদের কাছ থেকে বাংলাকে মুক্ত করতে চাই ।’
এদিন পরিবর্তন যাত্রা উপলক্ষে ভাতার এমপি হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করেছিল বিজেপি । বিজেপির পরিবর্তন যাত্রার রথে চড়ে এসে ওই জনসভায় যোগ দেন রাজীব ভৌমিক । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক গনেশ মিশ্রসহ পূর্ব বর্ধমান জেলা ও ভাতাড় ব্লকের বিজেপি নেতৃত্ব ।।